রাকিবুল আবির: [২] করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট মোকাবেলায় নতুন কৌশল অবলম্বন করতে চায় থাইল্যান্ড। দেশটি চীনের তৈরি সিনোভ্যাক ভ্যাকসিন প্রদানের পর দ্বিতীয় ধাপে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন ব্যবহারের পরিকল্পনা করছে। স্বাস্থ্যমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন। এনডিটিভি
[৩] আনুতিন সাংবাদিকদের জানান, এই পদক্ষেপের লক্ষ্য হলো, বিকল্প ব্যবস্থা তৈরি করা এবং ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে সুরক্ষা বৃদ্ধি করা। এই পরিকল্পনা বাস্তবায়ন হলে প্রথম কোনো ইউরোপীয় ভ্যাকসিন ও চীনা ভ্যাকসিনের সমন্বয় হবে। দ্য অ্যালাইক
[৪] এর আগে থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার মতো দেশগুলো জানায়, তাদের স্বাস্থ্যকর্মী ও সম্মুখ সারির কর্মীরা চীনের সিনোভ্যাক ভ্যাকসিন প্রদানের পরও করোনায় সংক্রমিত হয়েছে। সম্পাদনা: সাকিবুল আলম