শিরোনাম
◈ টি–টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে ভারতের সঙ্গে বিরোধে বাংলাদেশকে কেন সমর্থন দিচ্ছে পাকিস্তান? ◈ ২০২৯ সা‌লের ক্লাব বিশ্বকাপ আয়োজন করতে আগ্রহী ব্রাজিল ◈ বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ: অসহিষ্ণু হয়ে উঠছে নির্বাচনি প্রচার ◈ জামায়াত হিন্দুদের জামাই আদরে রাখবে, একটা হিন্দুরও ভারতে যাওয়া লাগবে না : জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী (ভিডিও) ◈ মার্চে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক কেন্দ্রের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ  ◈ বিশ্বকাপ থে‌কে বাংলাদেশকে বাদ দেওয়া ক্রিকেটের জন্য বাজে দৃষ্টান্ত : এ‌বি ডি ভিলিয়ার্স ◈ ভোলা এলএনজির বিকল্প প্রস্তাব, সাশ্রয় হবে ৯ হাজার কোটি ◈ পশ্চিমবঙ্গকে বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসাতে হাইকোর্টের হুঁশিয়ারি ◈ যুক্তরাজ্যে অতিদারিদ্রের সংখ্যা ৬৮ লাখ, ৫৩ শতাংশ বাংলাদেশি ◈ ভুয়া তথ্যে কানাডার ভিসার আবেদন: বস্তায় ভরে ৬০০ বাংলাদেশির পাসপোর্ট ফেরত

প্রকাশিত : ১২ জুলাই, ২০২১, ০৭:১৩ সকাল
আপডেট : ১২ জুলাই, ২০২১, ০৭:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কৌশলে অভিনেত্রীকে অন্তর্বাস খোলানোর অভিযোগ, অস্বীকার করলেন পরিচালক

নিউজ ডেস্ক: ১৯৯২ সালের বিখ্যাত ছবি ‘বেসিক ইনস্টিংক্ট’-এর বিতর্কিত দৃশ্যে কৌশলে অভিনেত্রী শ্যারন স্টোনকে অন্তর্বাস খোলানোর অভিযোগ অস্বীকার করলেন পরিচালক পল ভারহোভেন। সম্প্রতি নিজের নতুন ছবির প্রচারে কান চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন পল। সেখানে তিনি জানান, অভিনেত্রী শ্যারন তার আত্মজীবনীতে যে দাবি তুলেছেন, তা ‘ভিত্তিহীন’।
‘বেসিক ইনস্টিংক্ট’ ছবির একটি বিখ্যাত দৃশ্য ছিল, মহিলা চরিত্রকে হত্যাকারী সন্দেহে জিজ্ঞাসাবাদ করছেন কয়েক জন পুরুষ চরিত্র। একটি পায়ের উপর অন্য পা তুলে বসেছিল মহিলা। এক মুহূর্তের জন্য সে পা-টা নীচে নামায়। শ্যারন নিজের জীবনীচিত্রে লিখেছিলেন, তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছিল। তার ভাষায়, সেই অভিজ্ঞতা ভয়াবহ ছিল। ডেইলি বাংলাদেশ

তিনি জানান, তাকে এক কলাকুশলী অন্তর্বাস খোলার নির্দেশ দেন। বলা হয়, ক্যামেরায় দেখানো হবে না। কিন্তু তেমনটা হয়নি। ৬৫ বছরের অভিনেত্রী অভিযোগ করেছিলেন, তাকে দিয়ে কৌশলে এই কাজটি করানো হয়।

কিন্তু পল জানান, শ্যারনের সঙ্গে সমস্ত কথা হয়েছিল সরাসরি। তিনি সবটা জানতেন বলে দাবি পরিচালকের। তিনি আচমকা কেন এই দাবি করছেন, সেই বিষয়ে কোনো ধারণা নেই পলের। একইসঙ্গে তার দাবি, এখন শ্যারন যাই বলুন, তিনি অসম্ভব ভাল অভিনয় করেছিলেন। আমাদের মধ্যে এখনো সুসম্পর্ক রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়