শিরোনাম
◈ শাহজালালে কার্গো ভিলেজে আগুনের ঘটনা নাশকতা নয়: প্রেস সচিব ◈ সব প্রতিষ্ঠানে চালু হবে আন্তঃলেনদেন ব্যবস্থা, দরকার হবে না ক্যাশ-আউট ◈ ট্রাফিক পুলিশের জরিমানার ক্ষমতাসহ শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা জারি ◈ কড়াইল বস্তিতে আগুন: নিয়ন্ত্রণে কাজ করছে ২১ ইউনিট (ভিডিও) ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার সাম‌নে থরথর করে কাঁপছে ভারতীয় ব্যাটিং, আবার হোয়াইটওয়াশের আশঙ্কা ◈ কোনো দলই সুপার ওভারে  অভ্যস্ত নয়, দেশে ফিরে জানা‌লেন আকবর আ‌লি  ◈ হিজবুল্লাহ অবশ্যই প্রভাবশালী কমান্ডার হত্যার জবাব দেবে এবং সেটা হবে অত্যন্ত বেদনাদায়ক: আরব বিশ্লেষক ◈ বেনাপোল বন্দরে আমদানি–রফতানি ৩৩৪ ট্রাক, পাসপোর্টধারী যাতায়াত ১,৯১৬ ◈ গেজেট প্রকাশ বুধবারের মধ্যে, গণভোটের ব্যালট হবে ভিন্ন রংয়ের: আইন উপদেষ্টা ◈ বিএনপি নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত: রিজভী

প্রকাশিত : ১২ জুলাই, ২০২১, ০২:২৯ রাত
আপডেট : ১২ জুলাই, ২০২১, ০২:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্বাসকষ্টে জবি শিক্ষার্থীর মৃত্যু

নিউজ ডেস্ক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী রাহাত আরা রিমি মারা গেছেন। রোববার (১১ জুলাই) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত শিক্ষার্থীর মা  বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বেশ কিছুদিন ধরেই রিমি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। জ্বর ছিল, কিছু খেতে পারতেন না। রোববার বিকেলে হঠাৎ শ্বাসকষ্ট অনুভব হলে অক্সিজেন দেয়ার জন্য তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানেই খিঁচুনি উঠে ও মুখ দিয়ে রক্তক্ষরণ হয়ে তিনি মারা যান।

প্রায় এক বছর আগে থেকেই রিমি শারীরিক জটিলতায় ভুগছিলেন বলে জানিয়েছেন তার সহপাঠীরা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মনিরা জাহান বলেন, আমি একটু আগেই বিষয়টি অবগত হয়েছি। ওর পরিবারের সঙ্গে কথা বলার চেষ্টা করছি।

এ ব্যাপারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন, বিষয়টা খুবই দুঃখজনক। তার অকাল মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার শোকাহত।          সূত্র: জাগো নিউজ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়