নিউজ ডেস্ক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী রাহাত আরা রিমি মারা গেছেন। রোববার (১১ জুলাই) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত শিক্ষার্থীর মা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বেশ কিছুদিন ধরেই রিমি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। জ্বর ছিল, কিছু খেতে পারতেন না। রোববার বিকেলে হঠাৎ শ্বাসকষ্ট অনুভব হলে অক্সিজেন দেয়ার জন্য তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানেই খিঁচুনি উঠে ও মুখ দিয়ে রক্তক্ষরণ হয়ে তিনি মারা যান।
প্রায় এক বছর আগে থেকেই রিমি শারীরিক জটিলতায় ভুগছিলেন বলে জানিয়েছেন তার সহপাঠীরা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মনিরা জাহান বলেন, আমি একটু আগেই বিষয়টি অবগত হয়েছি। ওর পরিবারের সঙ্গে কথা বলার চেষ্টা করছি।
এ ব্যাপারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন, বিষয়টা খুবই দুঃখজনক। তার অকাল মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার শোকাহত। সূত্র: জাগো নিউজ