শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ১২ জুলাই, ২০২১, ০২:২৯ রাত
আপডেট : ১২ জুলাই, ২০২১, ০২:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্বাসকষ্টে জবি শিক্ষার্থীর মৃত্যু

নিউজ ডেস্ক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী রাহাত আরা রিমি মারা গেছেন। রোববার (১১ জুলাই) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত শিক্ষার্থীর মা  বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বেশ কিছুদিন ধরেই রিমি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। জ্বর ছিল, কিছু খেতে পারতেন না। রোববার বিকেলে হঠাৎ শ্বাসকষ্ট অনুভব হলে অক্সিজেন দেয়ার জন্য তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানেই খিঁচুনি উঠে ও মুখ দিয়ে রক্তক্ষরণ হয়ে তিনি মারা যান।

প্রায় এক বছর আগে থেকেই রিমি শারীরিক জটিলতায় ভুগছিলেন বলে জানিয়েছেন তার সহপাঠীরা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মনিরা জাহান বলেন, আমি একটু আগেই বিষয়টি অবগত হয়েছি। ওর পরিবারের সঙ্গে কথা বলার চেষ্টা করছি।

এ ব্যাপারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন, বিষয়টা খুবই দুঃখজনক। তার অকাল মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার শোকাহত।          সূত্র: জাগো নিউজ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়