শিরোনাম
◈ হা‌দির মৃত‌্যু‌তে গ‌র্জে উ‌ঠে‌ছে বাংলা‌দেশ, যৌথবাহিনীর অভিযান আর গানম্যানে কি আইন-শৃঙ্খলা ফিরবে? ◈ প‌শ্চিমব‌ঙ্গে মোদীকে গোব্যাক ব‌লে, বাংলা‌দে‌শি অনুপ্রবেশকারীদের বলে না- অভিযোগ ভারতের প্রধানমন্ত্রীর  ◈ মৃত্যুর কিছুদিন আগে সাক্ষাৎকারে যেসব কথা বলেছিলেন ওসমান হাদি (ভিডিও) ◈ তফসিলের ২ বিষয়ে সংশোধনী এনে ইসির প্রজ্ঞাপন ◈ হাদি হত্যার বিচার দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম, আজকের মতো শাহবাগ কর্মসূচি স্থগিত (ভিডিও) ◈ প্রথম আলো, ডেইলি স্টার অবশ্যই বন্ধ করতে হবে: রাকসুর ভিপি ◈ ওসমান হাদির লড়াইটা যেন আমরা পরিপূর্ণ করতে পারি: আখতার হোসেন ◈ শাহরুখ খান ও জুহি চাওলার মোহভঙ্গ! আইপিএলের আগেই বদল হচ্ছে কলকাতা নাইটরাইডা‌র্সের মালিকানায়? ◈ ‌গৌতম গম্ভীর ভারতের কোচ হতে পারে না, কলকাতায় এসে বল‌লেন কপিল দেব  ◈ জাতীয় কবি নজরুলের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত শহীদ ওসমান হাদি

প্রকাশিত : ১১ জুলাই, ২০২১, ০৩:০৯ দুপুর
আপডেট : ১১ জুলাই, ২০২১, ০৩:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পেকুয়ায় মাটির নিচে মিলল ১৮ লাখ টাকা, গ্রেপ্তার ২

ডেস্ক নিউজ : রোববার (১১ জুলাই) দুপুরে রামুস্থ র‌্যাব-১৫ এর কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া এন্ড অপারেশনস্) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী। এর আগে কক্সবাজারের পেকুয়ায় বিকাশ এজেন্টের সাড়ে ৪৬ লাখ টাকা লুটের ঘটনায় মাটির নিচে বস্তায় মোড়ানো ১৮ লাখ টাকাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। খবর সময় টিভি

র‌্যাব জানায়, গত ৭ জুলাই রাতে পেকুয়া উপজেলার কবির আহমদ চৌধুরী বাজারের ইসলামী ব্যাংক ভবনের ৩য় তলায় বিকাশ ডিস্টিবিউশন অফিস থেকে নগদ সাড়ে ৪৬ লাখ টাকা চুরি হয়। এরপর অভিযোগের ভিত্তিতে র‌্যাব অভিযানে নামে। অভিযানের এক পর্যায়ে টাকা লুটের ঘটনায় জড়িতরা চকরিয়ার সিকদারপাড়ার জনৈক আনোয়ার মিয়ার বসতঘরে অবস্থান করছে জানা যায়।

তারপর শনিবার (১০ জুলাই) রাতে ওই বসতঘরে পৌঁছালে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে মো. সাইফুল ও মো. কফিল উদ্দিনকে আটক করা হয়। আটকদের দেখানো মতে, বসতঘরের বারান্দায় মাটির নিচে বস্তা মোড়ানো অবস্থা নগদ ১৮ লাখ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, আটকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, বিকাশ ডিস্টিবিউশন অফিসে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা রাতের খাবার খেতে হোটেলে যান। সেই সুযোগে তাদের সঙ্গে পলাতকরা ঘটনার দিন রাত ৮টায় মাথায় হেলমেট পরে প্রথমে বিকাশ ডিস্টিবিউশন অফিসের গ্রিলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে দেন এবং কার্যালয়ের ভল্ট ভেঙে নগদ ৪৬ লাখ ৫০ হাজার টাকা চুরি করে কৌশলে পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পেকুয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আর পলাতকদের গ্রেপ্তার ও বাকি টাকা উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে বলেও জানান র‌্যাব কর্মকর্তা আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়