শিরোনাম
◈ ঋতুপর্ণার জোড়া গোলে মিয়ানমারকে হারিয়ে ইতিহাসের দোরগোড়ায় বাংলাদেশ নারী দল ◈ বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে ইসি'কে ৪.৮ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান ◈ অপপ্রচারের বিরুদ্ধে জাতিসংঘকে একযোগে কাজের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ ছয় মাসের জন্য চট্টগ্রাম বন্দর পরিচালনা করবে নৌবাহিনী: নৌ উপদেষ্টা ◈ গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব: ট্রাম্প বললেন, ইসরায়েল ‘প্রয়োজনীয় শর্তে’ সম্মত ◈ দেশের ৩২ বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে: আইডিআরএ চেয়ারম্যান ◈ নতুন মূল্য নির্ধারণ এলপি গ্যাসের  ◈ আগামী এক বছরে মালয়েশিয়া সর্বোচ্চ ৪০ হাজার কর্মী নেবে: আসিফ নজরুল ◈ ৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি ◈ জুলাইয়ের মাঝামাঝিতে জাতীয় সনদে পৌঁছার আশাবাদ আলী রীয়াজের

প্রকাশিত : ১১ জুলাই, ২০২১, ০১:১৭ দুপুর
আপডেট : ১১ জুলাই, ২০২১, ০১:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জে যমুনার পানি বৃদ্ধিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিপাকে শতাধিক পরিবার

সোহাগ হাসান : [২] ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিরাজগঞ্জের যমুনা নদীর পানি দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। এতে করে সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের গুনেরগাতী এলাকায় পানি বন্দী হয়ে পরেছে শতাধিক পরিবার।

[৩] পানি বৃদ্ধির কারনে টিউবওয়েল, ল্যাট্রিন, সবজি বাগান, পাট, আঁখ তলিয়ে গেছে। গবাদিপশু নিয়ে পড়েছে বিপাকে। সংকট দেখা দিয়েছে গো খাদ্যের। যমুনায় পানি বাড়ার সাথে সাথে এইসব নি¤œাঞ্চলের মানুষ পড়েছে বিপাকে। বাড়ির চারপাশে পানি থাকায় ছোট ছোট শিশু নিয়ে চিন্তায় দিনাতিপাত করছেন তারা।

[৪] অপরদিকে কাদামাটি ও পানির সাথে যুদ্ধ করতে গিয়ে দেখা দিয়েছে ঠান্ডা জ্বরসহ বিভিন্ন রোগের। ইতি মধ্যে বিভিন্ন বাধের উপর আশ্রয় নিতে শুরু করেছে। সংকট দেখা দিয়েছে বিশদ্ধ পানি ও খাবারের।

[৫] এদিকে গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের (হাট পয়েন্টে) ৪সেন্টিমিটার কমে বিপদসীমার ৯৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

[৬] পানি বন্দী জলি খাতুন, সোনাবানু ও মাহমুদা খাতুন বলেন, বাড়ীর চারপাশে পানি থাকায় আমাদের সব সময় জ্বর, ঠান্ডাসহ বিভিন্ন অসুখে থাকি, চলাচলের ব্যাপক সমস্যা পোহাতে হয়,ছোট ছোট শিশু নিয়ে সবসময় আতংকে থাকি আমরা, আমাদের পাশাপাশি গবাদিপশু পাখির খাবার সংকট, আমাদের এখনো কেউ খোজখবর নিতে ও সহযোগিতা করতে আসেন নি।

[৭] পানি বন্দী মানুষ গুলোর চলচলের একমাত্র ভরসা নৌকা। পানি বাড়ার সাথে সাথে নদী তীরবর্তী এলাকার পানিবন্দি মানুষগুলো আশ্রয় নিচ্ছে ওয়াবদা বাঁধে। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়