ওবায়দুল হক মানিক, আমিরাত: [২] সংযুক্ত আরব আমিরাতের শারজাস্থ কালবা আদালত অভিনব শাস্তি দিয়েছে স্থানীয় দুই তরুণকে। পুলিশ সূত্রে জানা যায় দুই তরুণ আমিরাতের নাগরিক।
[৩] গাড়ি থেকে আবর্জনা ছুড়ে ফেলার অপরাধে ট্রাফিক পুলিশের মামলায় একজনকে দেড় মাস আরেকজনকে দুই মাস নির্ধারিত এলাকা পরিষ্কার করার শাস্তি দেয় আদালত। আসামীরা রাস্তাঘাট, পাবলিক স্কোয়ার, সমুদ্র সৈকত, পার্ক এবং জনসাধারণের জন্য উন্মুক্ত স্থান পরিষ্কার করার শাস্তি দেন আদালত। সম্পাদনা: হ্যাপি