শ্রাবণী কবির: [২] ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ে কেরালার ব্যাপক ক্ষয়ক্ষতি বাড়ছে মৃত্যুর সংখ্যা। এর মধ্যেই কেরালা সরকারের পক্ষ থেকে এক প্রতিবেদনে জানানো হয়, একজন ২৪ বছর বয়সী গর্ভবতী নারীর রক্ত পরীক্ষা করার সময় জিকা ভাইরাস শনাক্ত হয়। এনডিটিভি
[৩] জিকা ভাইরাস বহনকারী হিসেবে সন্দেহভাজন ১৯ জনের নমুনা পাঠানো হয়েছিলো পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োলজিতে। সেখানে ১৯ জনের মধ্যে ১৩ জনের শরীরে জিকা ভাইরাস পাওয়া যায়। স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ জানায়, জিকা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে পরিকল্পনা করছে তারা এবং কেন্দ্রিয় রাজ্য থেকে ৬ সদস্যের এক দল গিয়েছে কেরালা রাজ্যে।
[৪] জিকা ভাইরাস সাধারণত এডিস মশার মাধ্যমে ছড়ায়। এডিস মশা বংশ বিস্থার করে জলাবদ্ধ স্থানে। জিকা ভাইরাসের লক্ষণ ডেঙ্গুর মতো। তীব্র জ্বর, স্কিন র্যাশ, কনজাঙ্কটিভাইটিস, মাংশপেশি ও গিরায়-গিরায় ব্যথা ও মাথা ব্যথা দেখা যায়। সম্পাদনা: সাকিবুল আলম