শিরোনাম
◈ ভার‌তের অ‌ধিনায়ক সূর্যকুমারকে ‘শূকর’ ডেকে বিতর্কের মুখে পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটার মোহম্মদ ইউসুফ ◈ তপশিলের আগেই ৭০% প্রার্থী ঘোষণার প্রস্তুতি বিএনপির, যাদের সুযোগ দেওয়ার পরিকল্পনা ◈ ইটস ভেরি অর্গানাইজড পার্টি, এবার জামায়াতকে নিয়ে যে মন্তব্য করলেন রুমিন ফারহানা!(ভিডিও) ◈ বাংলাদেশের পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালে ৪০০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব ইতালীয় কোম্পানি এমএসসির ◈ অ‌ক্টোব‌রে বাংলাদেশ সফরে ৩‌টি ক‌রে ওয়ান‌ডে ও টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ খেল‌বে ও‌য়েস্ট ই‌ন্ডিজ ◈ ভুয়া ফুটবল দল সাজিয়ে জাপান-যাত্রা, ধরা পড়ে ফেরত পাঠিয়েছে ২২ জনকে! ◈ উচ্চশিক্ষার আগ্রহী শিক্ষার্থীদের বিনা খরচে জাপানে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ, সাথে আর্থিক সহায়তাও মিলবে ◈ সাতরাস্তায় শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ ◈ আঞ্চলিক হুমকি নিয়ে ভারতের সতর্কবার্তা: বাংলাদেশে মৌলবাদ, চীন সীমান্ত অচলাবস্থা ও পাকিস্তানের ভূমিকা ◈ ইরানে অনুপ্রবেশ করে নারী মোসাদের দুর্ধর্ষ অভিযান (ভিডিও)

প্রকাশিত : ১০ জুলাই, ২০২১, ০৩:২৪ দুপুর
আপডেট : ১০ জুলাই, ২০২১, ০৩:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোপা আমেরিকা কাপে পেরুকে হারিয়ে তৃতীয় কলম্বিয়া

স্পোর্টস ডেস্ক : [২] টানটান উত্তেজনা আর রোমাঞ্চ ছড়িয়ে কোপা আমেরিকা চলতি আসরে তৃতীয় স্থান নিজেদের করে নিয়েছে কলম্বিয়া। অতিরিক্ত সময়ের গোলে পেরুকে ৩-২ গোলে হারিয়েছে তারা। কলম্বিয়ার পক্ষে জোড়া গোল করেছেন লুইস দিয়াজ। একটি গোল করেন কুয়াদরাদো। অন্যদিকে পেরুর হয়ে গোল দুটি করেন ইয়ুটুন এবং লাপাদুলা।

[৩] ম্যাচের প্রথম গোলটি এসেছে প্রথমার্ধের যোগ করা অতিরিক্ত সময়ে। কাউন্টার এটাকে ক্রিশ্চিয়ান কুয়েভার পাস থেকে বল জালে জড়ান ইয়োশিয়াম ইয়োতুন। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় পেরু। তবে সেই সুখ দীর্ঘস্থায়ী হয়নি। সমতা ফেরাতে দ্বিতীয়ার্ধে মাত্র ৪ মিনিট সময় লাগে কলম্বিয়ার। ৪৯ মিনিটে গোল করে কলম্বিয়াকে সমতায় ফেরান কুয়াদরাদো। ডি-বক্সের বাইরে জন মেদিনাকে ফাউল করা হলে ফ্রি-কিক পেয়ে যায় কলম্বিয়া। সেখান থেকেই গোল করেন কুয়াদ্রাদো।

[৪] ৬৬তম মিনিটে এগিয়ে যায় কলম্বিয়া। কামিও ভারগাসের পাস পেয়ে ডি-বক্সের বাইরে থেকে বল জালে জড়ান লুইস দিয়াজ। কিন্তু ৮২ মিনিটে রাফায়েল গার্সিয়ার এসিস্টে জিয়ানলুকা লাপাদুলা গোল করে পেরুকে ফেরান সমতায়।

[৫] চলতি আসরের তৃতীয় সেরা দল বাছাইয়ের জন্য তখন টাইব্রেকারের দ্বারস্থ হতে হবেই বলে মনে হচ্ছিল। তবে দিনটা ছিল দিয়াজের। অতিরিক্ত সময়ে গোল করে কলম্বিয়ার জয় নিশ্চিত করেন। এই নিয়ে আসরের চতুর্থ গোল করলেন দিয়াজ, যা কিনা ফাইনালে ওঠা মেসির সঙ্গে যৌথ সর্বোচ্চ। - চ্যানেল২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়