শিরোনাম
◈ এবার নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের!, তীব্র প্রতিক্রিয়া ◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল ◈ প্রথম ওয়ান‌ডে ম‌্যা‌চে মুশফিক-রিয়াদের জায়গায় খেলবেন লিটন দাস ও মিরাজ ◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ

প্রকাশিত : ১০ জুলাই, ২০২১, ১২:৫৫ দুপুর
আপডেট : ১০ জুলাই, ২০২১, ০১:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেইমারকে অনেক পছন্দ করি

ফুটবল বিশ্বের দুই শক্তিশালী দল ব্রাজিল-আর্জেন্টিনা। ২০১৯ সালের ১৫ নভেম্বর সর্বশেষ মুখোমুখি হয়েছিল তারা। কিং সৌদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। চিরপ্রতিদ্বন্দ্বী এ দুই দল নিয়ে ভক্ত-সমর্থকদের উচ্ছ্বাসের শেষ নেই।

কোপা আমেরিকার এবারের আসরে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা। আগামী রোববার (১১ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৬টায় মারাকানা স্টেডিয়ামে ফাইনালে খেলবে দুই দল। এ নিয়ে রীতিমতো অনলাইন যুদ্ধ শুরু হয়েছে। ভক্তরা নিজেদের দলের হয়ে সাফাই গাওয়ার পাশাপাশি প্রতিপক্ষকে আক্রমণ করছেন নানাভাবে।

বরাবরের মতো এবারও শোবিজ তারকাদের মাঝে ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে উচ্ছ্বাস দেখা গেছে। নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে প্রিয় দলের প্রতি শুভ কামনা জানিয়েছেন অনেকে। তাদের মধ্যে অন্যতম ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ নিয়ে দারুণ এক্সসাইটেড তিনি। জানতে চাইলে এমনটাই বলেন অপু বিশ্বাস।

ঢালিউড কুইনখ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস সময় নিউজকে বলেন, ‘আমার বিশ্বাস এবার ব্রাজিল শিরোপা জিতবে। ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনাল নিয়ে আমি অনেক বেশি এক্সসাইটেড। কারণ নেইমারকে আমি অনেক বেশি পছন্দ করি। সবাই বেশি করে দোয়া করবেন, যাতে ব্রাজিল শিরোপা জিততে পারে।’

১০ নম্বর জার্সি পরেই খেলা দেখবেন অপু বিশ্বাস। নিজের এবং ছেলে জয়ের জন্য ব্রাজিল জার্সি কিনেছেন তিনি। নেইমার তার প্রিয় খেলোয়াড়। তাই অপু ১০ নম্বর জার্সিটিই বেছে নিয়েছেন। পুরনো স্মৃতিচারণ করে অপু বিশ্বাস বলেন, ‘এক সময় রাত জেগে বন্ধুদের সঙ্গে নিয়ে খেলা দেখতাম। রাতভর হইহই আনন্দ করে কেটে যেত। সেই দিনগুলো মিস করব। কিন্তু খেলা মিস করব না।’

এদিকে দেশের করোনা পরিস্থিতি নিয়েও চিন্তিত এ নায়িকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশের মানুষকে আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন অপু বিশ্বাস। তার মতে, সঠিকভাবে সবাই যদি আমরা লকডাউন মেনে চলি তাহলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসবে। করোনাযুদ্ধে জয়ী হওয়া যাবে।
অপু বিশ্বাস বলেন, ‘আমরা খুব কঠিন সময় পার করছি। আমাদের প্রথম লকডাউন কিন্তু এত কড়াকড়ি ছিল না। মনে কষ্ট নিয়ে দিন পার করছি। আশা করেছিলাম, সবাই ভ্যাকসিন নিয়ে খারাপ পরিস্থিতি পার করতে পারব। কিন্তু মহামারি আরও বেড়ে গেল। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। এটি খুবই চিন্তার বিষয়।’ সময় টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়