শিরোনাম
◈ আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি ◈ টেকনাফে গুলিবর্ষণের ঘটনায় ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব ◈ প্লট দুর্নীতি: হাসিনা, টিউলিপ ও আজমিনার মামলার রায় ২ ফেব্রুয়ারি ◈ সমঝোতা জটিলতায় ১১ দলীয় জোটে উন্মুক্ত আসনের সম্ভাবনা ◈ পুরোনো রাজনীতি বনাম নতুন ব্যবস্থা: বাংলাদেশের সামনে কঠিন নির্বাচন ◈ মক্কার গ্র্যান্ড মসজিদে বাংলাদেশি কর্মীর নিঃস্বার্থ মানবিকতা ভাইরাল, সৌদি কর্তৃপক্ষের সম্মাননা ◈ শিক্ষার লক্ষ্য চাকরির প্রস্তুতি নয়, সৃজনশীল মানুষ গড়া: দক্ষিণ এশীয় সম্মেলনে ড. ইউনূস ◈ ৬৭ হাজার শিক্ষক নিয়োগে আবেদন শুরু, করবেন যেভাবে ◈ বেনাপোল বন্দরে পাসপোর্টধারী যাতায়াত ১,৫২১ জন, আমদানি–রফতানি ৩০০ ট্রাক ◈ ইরানে দেশব‌্যাপী চলমান বিক্ষোভে সেনাবাহিনীর অবস্থান কী, সরকার কী চায়?  

প্রকাশিত : ১০ জুলাই, ২০২১, ১২:৫৫ দুপুর
আপডেট : ১০ জুলাই, ২০২১, ০১:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেইমারকে অনেক পছন্দ করি

ফুটবল বিশ্বের দুই শক্তিশালী দল ব্রাজিল-আর্জেন্টিনা। ২০১৯ সালের ১৫ নভেম্বর সর্বশেষ মুখোমুখি হয়েছিল তারা। কিং সৌদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। চিরপ্রতিদ্বন্দ্বী এ দুই দল নিয়ে ভক্ত-সমর্থকদের উচ্ছ্বাসের শেষ নেই।

কোপা আমেরিকার এবারের আসরে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা। আগামী রোববার (১১ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৬টায় মারাকানা স্টেডিয়ামে ফাইনালে খেলবে দুই দল। এ নিয়ে রীতিমতো অনলাইন যুদ্ধ শুরু হয়েছে। ভক্তরা নিজেদের দলের হয়ে সাফাই গাওয়ার পাশাপাশি প্রতিপক্ষকে আক্রমণ করছেন নানাভাবে।

বরাবরের মতো এবারও শোবিজ তারকাদের মাঝে ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে উচ্ছ্বাস দেখা গেছে। নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে প্রিয় দলের প্রতি শুভ কামনা জানিয়েছেন অনেকে। তাদের মধ্যে অন্যতম ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ নিয়ে দারুণ এক্সসাইটেড তিনি। জানতে চাইলে এমনটাই বলেন অপু বিশ্বাস।

ঢালিউড কুইনখ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস সময় নিউজকে বলেন, ‘আমার বিশ্বাস এবার ব্রাজিল শিরোপা জিতবে। ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনাল নিয়ে আমি অনেক বেশি এক্সসাইটেড। কারণ নেইমারকে আমি অনেক বেশি পছন্দ করি। সবাই বেশি করে দোয়া করবেন, যাতে ব্রাজিল শিরোপা জিততে পারে।’

১০ নম্বর জার্সি পরেই খেলা দেখবেন অপু বিশ্বাস। নিজের এবং ছেলে জয়ের জন্য ব্রাজিল জার্সি কিনেছেন তিনি। নেইমার তার প্রিয় খেলোয়াড়। তাই অপু ১০ নম্বর জার্সিটিই বেছে নিয়েছেন। পুরনো স্মৃতিচারণ করে অপু বিশ্বাস বলেন, ‘এক সময় রাত জেগে বন্ধুদের সঙ্গে নিয়ে খেলা দেখতাম। রাতভর হইহই আনন্দ করে কেটে যেত। সেই দিনগুলো মিস করব। কিন্তু খেলা মিস করব না।’

এদিকে দেশের করোনা পরিস্থিতি নিয়েও চিন্তিত এ নায়িকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশের মানুষকে আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন অপু বিশ্বাস। তার মতে, সঠিকভাবে সবাই যদি আমরা লকডাউন মেনে চলি তাহলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসবে। করোনাযুদ্ধে জয়ী হওয়া যাবে।
অপু বিশ্বাস বলেন, ‘আমরা খুব কঠিন সময় পার করছি। আমাদের প্রথম লকডাউন কিন্তু এত কড়াকড়ি ছিল না। মনে কষ্ট নিয়ে দিন পার করছি। আশা করেছিলাম, সবাই ভ্যাকসিন নিয়ে খারাপ পরিস্থিতি পার করতে পারব। কিন্তু মহামারি আরও বেড়ে গেল। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। এটি খুবই চিন্তার বিষয়।’ সময় টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়