শিরোনাম
◈ সরকার অনুগত সৈন্যরা ঠেকিয়ে দিয়েছে আফ্রিকার দেশ বেনিনে অভ্যুত্থান চেষ্টা ◈ নারী সহকর্মীকে অশ্লীল ভিডিও পাঠানোর অভিযোগে ডিআইজি আবু সুফিয়ান তদন্তের মুখে, পদ থেকে সরিয়ে সদর দপ্তরে স্থাপন ◈ নতুন নেশাসিরাপের সয়লাব: নির্বাচনের ব্যস্ততায় বড় চালান ঢোকানোর টার্গেটে ভারতীয় মাদককারবারিরা ◈ খালেদা জিয়ার সিটিস্ক্যান ও ই‌সি‌জি রি‌পো‌র্ট প‌জে‌টিভ, স্বজন‌দের স‌ঙ্গে কথা বলার চেষ্টা কর‌ছেন ◈ ২০০৬ সা‌লের পর নিজের মা‌ঠেই ‌সেল্টা ভি‌গোর কা‌ছে হার‌লো রিয়াল মা‌দ্রিদ‌  ◈ ‌রিয়াল মা‌দ্রিদে রোনালদোকে ছাড়িয়ে যাওয়ার হাতছানি এমবা‌প্পের সাম‌নে ◈ ভরিতে ১,০৫০ টাকা কমল স্বর্ণের দাম, নতুন দর কার্যকর আজ থেকে ◈ কোটিপতির সংখ্যা প্রকাশ করল বাংলাদেশ ব্যাংক ◈ নির্বাচন ঘনিয়ে আসছে, তফসিল ঘোষণার আগে দেশে রাজনৈতিক অস্থিরতা ◈ ব্যাংক খাতে কোটিপতি হিসাব বৃদ্ধি; তিন মাসে যুক্ত হলো আরও ৭৩৪টি হিসাব

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২১, ০৭:২৯ বিকাল
আপডেট : ০৯ জুলাই, ২০২১, ০৭:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক

রাজু চৌধুরী : [২] চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানাধীন আলীরহাট ডিটি রোড এলাকায় অভিযান চালিয়ে আনুমিক ১৬ লক্ষ টাকা মূল্যের ৩,২০০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

[৩] শুক্রবার এক বার্তায় র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় এই অভিযান চালানো হয়েছে। র‌্যাব-৭, চট্টগ্রাম এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. নূরুল আবছার বলেন , আকবরশাহ থানাধীন আলীরহাট ডিটি রোড এলাকায় মাসুদ মিস্ত্রীর মক্কা মোটরস নামক দোকানের সামনে পাকা রাস্তার উপর কয়েকজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে উক্ত সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিত টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া করে আসামি আবুল বাসার (৪৩), কে আটক করে।

[৪] তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে ও তার দেহ তল্লাশী করে ৩,২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামীকে আসামীকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে সে জানায় জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছেে দীর্ঘ যাবৎ।

[৫] গ্রেপ্তারকৃত আসামি এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিএমপির আকবরশাহ থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়