শিরোনাম
◈ রূপপুর পারমাণবিক প্রকল্পে শুরু হচ্ছে উচ্চচাপ বাষ্প নির্গমন পরীক্ষা—বিকট শব্দ হলেও জনসাধারণের জন্য ঝুঁকি নেই ◈ রোবট-ড্রোনে মেট্রোরেল নিরাপত্তা: চীনের আধুনিক রক্ষণাবেক্ষণ প্রযুক্তি থেকে শিখতে পারে বাংলাদেশ (ভিডিও) ◈ এবার আরব সাগরে কৃত্রিম দ্বীপ নির্মাণ করবে পাকিস্তান, তেল অনুসন্ধান জোরদার ◈ তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা ‘মানুষের ঈদের দিন’: আপিল বিভাগের রায়ে জয়নুল আবেদীনের প্রতিক্রিয়া ◈ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল নিয়ে যা বললেন আমীর খসরু ◈ পা‌কিস্তান ক্রিকেট বোর্ড থে‌কে স‌রে দাঁড়া‌লে আজহার আলি ◈ ‘শিবির’ মন্তব্য ভাইরাল: ধানমন্ডি ৩২-এর ঘটনার ব্যাখ্যায় সমালোচনার মুখে এডিসি মাসুদ আলম ◈ ‘অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে ক্ষতি সবার’, ককটেল হামলার পর কঠোর বার্তা ডিএমপি কমিশনারের ◈ কুমিল্লায় টাউন হল মাঠে বিএনপির দুই পক্ষের সমাবেশ ডাকায় উত্তেজনা, প্রশাসনের নির্দেশ—না সরালে ১৪৪ ধারা ◈ ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দায়িত্বে সৎ ও নিরপেক্ষ ওসি খুঁজছে পুলিশ সদর দপ্তর

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২১, ০৬:১৭ বিকাল
আপডেট : ০৮ জুলাই, ২০২১, ০৬:১৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সারাদেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর ৯৮ শতাংশই ঢাকায়: স্বাস্থ্য অধিদপ্তর

শাহীন খন্দকার: [২] স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম আরও বলেন, হাসপাতালে জ্বরের রোগীদের ডেঙ্গু শনাক্তকরণ কিটের সাহায্যে ডেঙ্গু শনাক্তসহ চিকিৎসা ব্যাবস্থাপনা কার্যক্রম জোরদার করার জন্য সকল হাসপাতালকে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ঢাকায় ভর্তিরোগী ৩৬ জন। ঢাকার বাইরে নতুন ভর্তিরোগী নেই। হাসপাতালে জ্বর নিয়ে রোগী এলে করোনাসহ ডেঙ্গু টেস্ট করতে হবে।

[৩] এছাড়া বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তিরোগী ১৫১ জন। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে সর্বমোট ভর্তিরোগী ১৪৯ জন। অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ভর্তিরোগী ২ জন।

[৪] স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছে, চলতি বছর জানুয়ারি থেকে ৮ জুলাই পর্যন্ত মোট রোগী ৬০১ জন। হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন ৪৫০ জন। এছাড়া ৭ জুলাই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকার মৃত্যু হয়েছে।

[৫] স্বাস্থ্য অধিদপ্তরের হাতে বর্তমানে ৫০ হাজার ডেঙ্গু টেস্ট কিট রয়েছে এবং এ মাসের মধ্যেই আরও ১ লাখ কিট আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখার ডা. আফসানা আলমগীর। এ ছাড়াও প্রতিটি হাসপাতালের কর্তৃপক্ষ প্রয়োজনে কিট ক্রয় করতে পারবেন।

[৬] ডা. আফসানা আলমগীর জানিয়েছেন, গত জুন মাসে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, রাজধানীর দুই সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে এডিস মশার উপস্থিতি পাওয়া গেছে। কোথাও কোথাও এডিসের ঘনত্ব বেড়ে দ্বিগুণ হয়েছে।

[৭] তিনি বলেন, এডিস মশা নিয়ন্ত্রণে নিয়মিত ওষুধ ছিটানো, রাস্তাঘাট পরিষ্কার রাখাসহ বেশকিছু কার্যক্রম চলমান রয়েছে। স্বাভাবিক কার্যক্রমের বাইরেও আমাদের বিশেষ অভিযান অব্যাহত আছে। এছাড়া গবেষকরা বলছেন, ডেঙ্গু রোগীর সংখ্যা যেহারে বাড়ছে তাতে জুলাই ও আগস্টে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধিও আশংকা রয়েছে। সম্পাদনা: মেহেদী হাসান

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়