শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২১, ০৫:১৯ সকাল
আপডেট : ০৮ জুলাই, ২০২১, ০৫:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রেজা ঘটক: লড়াইটা হবে মেসি বনাম নেইমারের মধ্যে

রেজা ঘটক: কোপা আমেরিকায় এবার ষোলোকলা পূর্ণ হয়েছে। ওদের খেলায় গতি নেই, একদম পাড়ার পোলাপানদের মতো খেলে, যে কারণে এবার আমি কোপা আমেরিকার খেলা দেখি না। তবে ফাইনাল খেলা দেখবো। নিরপেক্ষ দর্শকের ভূমিকায় দেখবো। কারণ আমি ইউরো চ্যাম্পিয়নশিপের দুর্দান্ত গতির খেলা দেখি। সেখানে ইতোমধ্যে আমার প্রথম পছন্দের দল ইতালি ফাইনালে গেছে। হয়তো ইংল্যান্ড যাবে। কারণ গ্রুপ পর্যায়ে মাত্র একটি খেলা জিতে সেমি-ফাইনাল পর্যন্ত আসা ডেনমার্ক নিয়ে আমার কোনো প্রত্যাশা ছিলো না।

শেষ ১৬-তে যখন নকআউট পর্ব শুরু হলো তখন থেকে আমার প্রেডিকশন প্রায় শতভাগ মিলে গেছে। চাইলে কেউ আমার সেই লেখা মিলিয়ে দেখতে পারো। সেখানে আমি ইতালি বনাম ইংল্যান্ড ফাইনাল প্রেডিকশন করেছিলাম। এখনো তাই করি। একটি ইতালি-ইংল্যান্ড ফাইনাল হোক, মনে মনে তাই চাই। দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে জিতে আমি মজা পাই না। সোজা সাফটা কথা। যেমন কাল রাতে স্পেন দুর্দান্ত খেলেছে। কিন্তু স্পেন দলে একজন রোনাল্ডো নেই। তাই ওরা ইতালিকে বিট করতে পারেনি। ইতালির খেলা এবার নতুন মাত্রা পেয়েছে। যদিও স্পিনাৎসোলার অভাব এমারসনকে দিয়ে ইতালি পূরণ করতে পারেনি। মাঠে এক স্পিনাৎসোলার অভাব ইতালি হাড়ে হাড়ে টের পেয়েছে। আর ইতালির চিরায়ত রক্ষণাত্মক খেলার কথা যারা জানে না, তারা মাঠে অন্যদল ভালো খেললে তাদের প্রতি আকৃষ্ট হয়...ব্লা ব্লা ব্লা...কিন্তু দলটি যে ইতালি এটা তারা ভুলে যায়। যে কারণে স্পেন সমর্থকরা হয়তো দিনশেষে কষ্ট পেয়েছেন।

তবে ‘আজ্জুরি’—রবার্তো মানচিনির দল জানে কীভাবে কোন কৌশলে জয় ছিনিয়ে নেওয়া যায়। চিরায়ত প্রথা ভেঙে এবার ইতালি নতুন মাত্রার ফুটবল খেলছে। সেমি-ফাইনাল ছাড়া ইতালির অন্য সব ম্যাচ ছিল দুর্দান্ত। স্পেন হয়তো এবার সাদা জার্সির জোড়ে গতকাল ভালো খেলেছে! জানেন তো এবার ইউরো মাঠে যারা সাদা জার্সিতে খেলছেন তারা জয় পাচ্ছেন। দুর্ভাগ্য কেবল স্পেনের! ভালো খেলেও আজ্জুরিদের হারাতে পারেনি। তবে ওয়েম্বলিতে ১১ তারিখ রাতে নিশ্চিত থাকো নতুন সেনসেশান আজ্জুরিদের খেলা দেখার জন্য!

তবে কোপা আমেরিকাতে এবার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল হচ্ছে। এটা খুব দেখার মতো একটা ব্যাপার হবে। ২৮ বছর কোনো কাপ না জেতা আর্জেন্টিনার সামনে এবার সেই সুযোগ। দেখা যাক লিওনেল মেসি কী করতে পারেন! ওদিকে নেইমার যেভাবে খেলছেন আর ব্রাজিল মাঠের খেলায় এবার আর্জেন্টিনার চেয়ে অনেক শক্তিশালী দল। লড়াইটা হবে মেসি বনাম নেইমারের মধ্যে। বাংলাদেশে ব্রাজিল সমর্থক ৫২ শতাংশ আর আর্জেন্টাইন সমর্থক ৪৭ শতাংশ। বাকি ১ শতাংশ আমরা যারা ফুটবল ভক্ত তারা এখানে সংখ্যালঘু।

যদি এবার মেসি কিছু করতে পারেন সেটা হবে নেইমারের ঘরের মাঠে ব্রাজিলকে হারিয়ে এক নতুন চমক। আর যদি সেটা করতে না পারেন তাহলে ওদের সেই ২৮ বছরের দুর্নাম আরো লম্বা হবে। তবে আমি চাই এবার আর্জেন্টিনা জিতুক। নইলে বাংলাদেশের আর্জেন্টাইন ভক্তদের বাঁচিয়ে রাখা খুব কষ্ট হবে। কারণ দুই একটা ফাইনালে ব্রাজিল হারলে ওদের এটা তেমন গায়ে লাগবে না। কারণ এই করোনা মহামারীর মধ্যে আমরা আর্জেন্টাইন গ্রেট ম্যারাডোনাকে হারিয়েছি। ম্যারাডোনার প্রতি যথার্থ সম্মান জানাতে ও সুবিচার করতে হলেও অন্তত এবারের কোপা আমেরিকা আর্জেন্টিনার জেতা উচিত! ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়