মাহিন সরকার : [২] মুমিনুল হক ও মুশফিকুর রহিমের জুটি ভেঙে ৩০ বলে ১১ রান করে সাজঘরে ফিরেন মুশফিক। মুশফিকের সাজঘরে ফেরার পর মাঠে নামেন সাকিব। কিন্তু ভিক্টরের বলে কেচ তোলে দিয়ে ৫ বলে ৩ রান করে সাজঘরে ফিরতে হয় তাকে। এর আগে ৬৮ রান তুলতে ৩ উইকেট হারিয়েছিলো বাংলাদেশ। প্রথম সেশন শেষে ৭২ বলে ১০ টি চারে ৫৬ রান করেন মুমিনুল হক।
[৩] সংক্ষিপ্ত স্কোর: ১০৯/৫ (৩০.১ ওভার) মুমিনুল হক ৫৬*, লিটন ০*।
[৪] আউট: সাইফ ০, শান্ত ২, সাদমান ২৩, মুশফিক ১১, সাকির ৩।