মাহিন সরকার: [২] দেশের বাইরে ১০০০ রানের মাইলফলক স্পর্শ করলেন বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হক। সপ্তম বাংলাদেশি এই মাইলফলক স্পর্শ করলেন মুমিনুল। বাংলাদেশের অধিনায়কের আগে এক হাজারী ক্লাবে প্রবেশ করেছেন আরো ৬ জন।
[৩] তারা হচ্ছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, হাবিবুল বাশার, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনের প্রথম সেশন শেষে ৯৯৯ রান করে বিরতিতে যাওয়া মুমিনুল এক হাজারী ক্লাবে প্রবেশ করেন লাঞ্চ ব্রেক থেকে ফিরেই। ২৩.৩ ওভারে নায়ুচির বলে ২ দুই রান নিয়ে মাইলফল স্পর্শ করেন বাংলাদেশের এই সেরা টেস্ট ব্যাটসম্যান।