লিহান লিমা: [২] যুক্তরাষ্ট্র্র, যুক্তরাজ্যসহ ইউরোপের কয়েকটি দেশ যখন সামজিক দুরুত্বের বিধি-বিধান এবং মাস্ক পরার বাধ্যবাধকতা তুলে নিয়ে অর্থনৈতিক কার্যক্রম চালু করার সিদ্ধান্ত নিয়েছে তখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) সতর্ক করে বলেছে, এই সিদ্ধান্ত হবে স্বাভাবিক জীবনে ফেরার অপরিপক্ক প্রয়াস। ইয়ন
[৩]হু এর জরুরি বিভাগের প্রধান মাইক রায়ান কর্তৃপক্ষকে সতর্ক করে বলেন, ‘যদি দেশগুলো এই সিদ্ধান্ত বহাল রাখে তবে করোনা ভাইরা সংক্রমণের নতুন বিপর্যয় আসতে খুব বেশি সময় লাগবে না।’ রায়ান বলেন, ‘যুক্তরাষ্ট্রে প্রতি সপ্তাহে এখনো ১০ লাখ করে শনাক্ত হচ্ছে। আপনি জানেন, করোনা শেষ হয়ে যায় নি। ইউরোপেও একই অবস্থা। পুরো ইউরোপিয় অঞ্চলে প্রতি সপ্তাহে প্রায় ৫ লাখের মতো শনাক্ত হচ্ছে। এই সংক্রমণের হার করোনা চলে যাওয়ার কোনো লক্ষণ নয়।’
[৪]করোনার নতুন ডেল্টা ধরনের কারণে বিশ্বের প্রতিটি স্থানে যখন নতুন সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে ঠিক তখনই হু’র কাছ থেকে এই সতর্কবার্তা আসলো। বিশ্বের প্রায় ১’শটির মতো দেশে এই দ্রুত সংক্রামক ধরনটি ছড়িয়েছে। হু কর্তৃপক্ষের মতে, কোভিডের পরবর্তী আগ্রাসী রুপের কারণ হবে এই ডেল্টা ধরন।