শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২১, ১১:৩৯ রাত
আপডেট : ০৬ জুলাই, ২০২১, ১১:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর্জেন্টিনা-কলম্বিয়া সেমিফাইনাল কখন, দেখবেন কোথায়

স্পোর্টস ডেস্ক : মিডফিল্ডার রোদ্রিগো দি পলের চাওয়া, আর্জেন্টাইনদের মুখে হাসি ফোটানো। কোচ লিওনেল স্কলানির আশা, নতুন সূচনার। আর লিওনেল মেসি জানিয়েছেন, ব্রাজিলে তারা গিয়েছেন একটা উদ্দেশ্য নিয়ে। আগের দুই জনের কথায় বুঝতে অসুবিধা হয় না সেই উদ্দেশ্য হলো শিরোপা জয়। সেমিফাইনালের চৌকাঠ পেরিয়ে এবার ফাইনালে যাওয়ার অপেক্ষায় আর্জেন্টিনা।

সেই লক্ষ্য পূরণে শেষ চারে কলম্বিয়ার মুখোমুখি আলবিসেলেস্তেরা। বাংলাদেশ সময় বুধবার (৭ জুলাই) সকাল ৭টায় সেমিফাইনালে নামছে আর্জেন্টিনা-কলম্বিয়া। ব্রাসিলিয়ার স্তাদিও মানে গারিঞ্চার ম্যাচটি সরাসরি দেখা যাবে সনি ‍সিক্স ও সনি টেন ২ চ্যানেলে।

কোপা আমেরিকায় দুর্দান্ত সময় কাটছে আর্জেন্টিনার। গ্রুপ পর্বের দাপুটে পারফরম্যান্সের পর কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট পেয়েছে তারা। সবচেয়ে বড় কথা দলটির প্রাণভোমরা লিওনেল মেসি আছেন চেনা রূপে। কোয়ার্টার ফাইনালেই যেমন নিজে ফ্রি কিক থেকে দেখার মতো এক গোল করার আগে দি পল ও লাউতারো মার্তিনেসকে দিয়ে করিয়েছে আরও দুই গোল।

উড়তে থাকা সেই আর্জেন্টিনার সামনে এবার কলম্বিয়া। কোয়ার্টার ফাইনালে যারা অন্যতম ফেভারিট উরুগুয়েকে টাইব্রেকারে হারিয়ে সেমিফাইনালের মঞ্চ নিশ্চিত করেছে। কলম্বিয়ার কোপা অভিযান খুব একটা সুবিধার নয়। ইকুয়েডরের বিপক্ষে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও পরের ম্যাচগুলোতে শুধু হতাশাই সঙ্গী হয়েছে। আর কোনও জয় না পাওয়া দলটি ‘বি’ গ্রুপে তৃতীয় হয়ে নিশ্চিত করেছিল কোয়ার্টার ফাইনাল। সেই তারাই এবার আর্জেন্টিনার প্রতিপক্ষ।

২০১৯ সালের কোপা আমেরিকায় আর্জেন্টিনার দৌড় থেমেছিল এই সেমিফাইনালেই। ব্রাজিলের কাছে হেরে বিদায় নিতে হয় মেসিদের। দুই বছর আগের হতাশা ঝেরে ফেলতে সেই ব্রাজিলেই আবারও সেমিফাইনালে নামতে যাচ্ছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। মেসিরা কলম্বিয়া বাধা পেরোতে পারলেই ফুটবল বিশ্ব পাবে চরম আকাঙ্ক্ষিত এক ফাইনাল- ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ!

  • সর্বশেষ
  • জনপ্রিয়