শিরোনাম
◈ এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি ◈ সিম বদল, বাসা বদল, চেহারা পরিবর্তন: আট মাস যেভাবে পালিয়ে ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে বিদেশিদের ভিসা প্রদানে বিশেষ নির্দেশনা জারি ◈ মানিকগঞ্জে হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, কারাগারে ২ আনসার সদস্য (ভিডিও) ◈ মৃত্যুদণ্ডাদেশের রায়ে ট্রাইব্যুনাল: শেখ হাসিনা খুব সহজেই আন্দোলনের অবসান ঘটাতে পারতেন  ◈ পুলিশকে কুপিয়ে আসামি ছিনিয়ে নিল হামলাকারীরা, আহত ৫ পুলিশ সদস্য ◈ রিকশা–ভ্যান–অটোচালকদের কষ্টের কথা শুনলেন তারেক রহমান ◈ ‘সহায়তা আসছে, বিক্ষোভ চালিয়ে যান,’ ইরানিদের উদ্দেশ্যে বললেন ট্রাম্প ◈ নির্বাচন ও গুম তদন্ত ইস্যুতে জাতিসংঘের সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনা, চাইলেন সহায়তা ◈ বুধবার ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের মূল ট্রফি

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২১, ১২:১৭ দুপুর
আপডেট : ০৬ জুলাই, ২০২১, ০৫:৩৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিল্পী কল্যাণ ট্রাস্টে প্রযোজকদের অন্তর্ভুক্তি চান প্রযোজক পরিবেশক সমিতির সাবেক সভাপতি খোরশেদ আলম খসরু

ইমরুল শাহেদ: চলচ্চিত্র শিল্পীদের মৃত্যুতে তাদের পরিবারের সদস্যদের সহায়তা দেওয়ার বিধান রেখে সংসদে পাস হয়েছে ‘চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট বিল ২০২১’। কিন্তু তাতে শিল্পী কলাকুশলীদের অন্তর্ভুক্ত করো হলেও নেই প্রযোজকরা। এই নিয়ে প্রযোজক পরিবেশক সমিতির সাবেক সভাপতি খোরশেদ আলম খসরু শিল্পী কল্যাণ ট্রাস্ট গঠনকে ঐতিহাসিক উল্লেখ করে প্রধানমন্ত্রীকে অন্তর নি:সৃত শ্রদ্ধা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি নিজের ফেসবুক স্ট্যাটাসে চলচ্চিত্রের দুরবস্থার কথা উল্লেখ করে লিখেছেন, ‘দেশের চলচ্চিত্র শিল্প আজ ক্রান্তিকাল অতিক্রম করছে। দীর্ঘদিন থেকেই সব চাইতে বেশি আর্থিক সঙ্কটের মুখোমুখি হয়েছে চলচ্চিত্র প্রযোজকরাই।

দিনের পর দিন বিশাল অংকের অর্থ লগ্নী করে শুধু লোকসানই গুনেননি বরং সর্বস্ব হারিয়ে পথে বসেছে অনেকেই। আমাদের চলচ্চিত্র কখনো উন্মুক্ত আকাশ সংস্কৃতি, কখনো ভয়াবহ ভিডিও পাইরেসির কবলে পড়ে প্রযোজকরা হয়েছেন সর্বশ্রান্ত। চরম আর্থিক সঙ্কটে নিপতিত অনেক প্রথিতযশা প্রযোজককে আপনি নিজেই আর্থিক সহায়তা দিয়ে চিকিৎসা করিয়ে আমদের কৃতার্থ করেছেন। এমনকি আপনার সাহায্য ছাড়া অনেক প্রযোজকের লাশ দাফন করতে না পারার নজিরও রয়েছে। অনেক প্রযোজক সামাজিক মর্যাদা বিবেচনায় আর্থিক সঙ্কটের বিষয়টি প্রকাশ করতে পারেন না।

পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, বর্তমান কোভিড-১৯ এর মহামারীতে তা স্পষ্ট হয়ে উঠেছে। সামান্য ত্রাণের জন্য রাস্তায় দাঁড়াতে দেখা গেছে অনেককে। বহু প্রযোজকের প্রচ্ছন্ন কিংবা প্রকাশ্য হাহাকার এখন দৃশ্যমান বাস্তবতা। উল্লিখিত বিষয় বিবেচনা করেই ট্রাস্টের খসড়া গেজেটে প্রযোজকদের সুবিধাপ্রাপ্তির বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ থাকলেও এক অজানা কারণে চূড়ান্ত গেজেটে প্রযোজক ক্যাটেগরি বাদ দেওয়া হয়েছে যা প্রযোজকদের দারুণভাবে হতাশ ও হতবাক করেছে।’ তিনি লিখেছেন, যেসব প্রযোজক তার তিল তিল সঞ্চিত অর্থ শিল্পের অনুরাগে চলচ্চিত্রের মত রুগ্ন শিল্পে বিনিয়োগ করে এই শিল্পকে এখনও টিকিয়ে রাখল, যাদের বিনিয়োগ ছাড়া একটি চলচ্চিত্র নির্মাণ কোনভাবেই সম্ভব নয়, যাদের অর্থে শুধু চলচ্চিত্রই নির্মিত হয় না বরং অনেকের গাড়ি বাড়ি, নিদেনপক্ষে সংশ্লিষ্ট বহু পরিবারের সংসারের মৌলিক চাহিদা মিটে থাকে সেইসব প্রযোজকদের জীবনের ক্রান্তিকালের কিংবা নিয়তির নির্মমতায় নিপীড়িত একজন অসহায় প্রযোজক আপনার করুণা বঞ্চিত হবে তা আমরা কিছুতেই বিশ্বাস করতে পারি না। কিন্তু প্রযোজক ছাড়াতো কারোই অস্তিত্ব থাকে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়