শিরোনাম
◈ বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারে আহ্বান, না মানলে কঠোর ব্যবস্থা: বিএনপি ◈ শেষ দিনে প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আবেদনের হিড়িক ◈ গ্যাস সরবরাহ নিয়ে গ্রাহকদের জন্য বড় দুঃসংবাদ ◈ জাতীয় নির্বাচন ও গণভোট: ভোটগ্রহণে ব্যালট বাক্স হারালে বা ছিনিয়ে নিলে কী করা হবে জানাল ইসি ◈ শেষ ওভারের নাটকীয়তায় চট্টগ্রামের জয় ◈ বি‌সি‌বি প‌রিচাল‌কের স্ট‌্যাটাস, তামিম ইকবাল ভার‌তের দালাল ◈ হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে আবেদন মুন্সীর ◈ তারেক রহমানের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ ◈ ভেনেজুয়েলার পর এবার মেক্সিকোতে স্থল হামলার ঘোষণা ট্রাম্পের ◈ গ্রিনল্যান্ডে পা দিলে ‘আগে গুলি, পরে প্রশ্ন’, ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি ডেনমার্কের

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২১, ১২:১৭ দুপুর
আপডেট : ০৬ জুলাই, ২০২১, ০৫:৩৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিল্পী কল্যাণ ট্রাস্টে প্রযোজকদের অন্তর্ভুক্তি চান প্রযোজক পরিবেশক সমিতির সাবেক সভাপতি খোরশেদ আলম খসরু

ইমরুল শাহেদ: চলচ্চিত্র শিল্পীদের মৃত্যুতে তাদের পরিবারের সদস্যদের সহায়তা দেওয়ার বিধান রেখে সংসদে পাস হয়েছে ‘চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট বিল ২০২১’। কিন্তু তাতে শিল্পী কলাকুশলীদের অন্তর্ভুক্ত করো হলেও নেই প্রযোজকরা। এই নিয়ে প্রযোজক পরিবেশক সমিতির সাবেক সভাপতি খোরশেদ আলম খসরু শিল্পী কল্যাণ ট্রাস্ট গঠনকে ঐতিহাসিক উল্লেখ করে প্রধানমন্ত্রীকে অন্তর নি:সৃত শ্রদ্ধা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি নিজের ফেসবুক স্ট্যাটাসে চলচ্চিত্রের দুরবস্থার কথা উল্লেখ করে লিখেছেন, ‘দেশের চলচ্চিত্র শিল্প আজ ক্রান্তিকাল অতিক্রম করছে। দীর্ঘদিন থেকেই সব চাইতে বেশি আর্থিক সঙ্কটের মুখোমুখি হয়েছে চলচ্চিত্র প্রযোজকরাই।

দিনের পর দিন বিশাল অংকের অর্থ লগ্নী করে শুধু লোকসানই গুনেননি বরং সর্বস্ব হারিয়ে পথে বসেছে অনেকেই। আমাদের চলচ্চিত্র কখনো উন্মুক্ত আকাশ সংস্কৃতি, কখনো ভয়াবহ ভিডিও পাইরেসির কবলে পড়ে প্রযোজকরা হয়েছেন সর্বশ্রান্ত। চরম আর্থিক সঙ্কটে নিপতিত অনেক প্রথিতযশা প্রযোজককে আপনি নিজেই আর্থিক সহায়তা দিয়ে চিকিৎসা করিয়ে আমদের কৃতার্থ করেছেন। এমনকি আপনার সাহায্য ছাড়া অনেক প্রযোজকের লাশ দাফন করতে না পারার নজিরও রয়েছে। অনেক প্রযোজক সামাজিক মর্যাদা বিবেচনায় আর্থিক সঙ্কটের বিষয়টি প্রকাশ করতে পারেন না।

পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, বর্তমান কোভিড-১৯ এর মহামারীতে তা স্পষ্ট হয়ে উঠেছে। সামান্য ত্রাণের জন্য রাস্তায় দাঁড়াতে দেখা গেছে অনেককে। বহু প্রযোজকের প্রচ্ছন্ন কিংবা প্রকাশ্য হাহাকার এখন দৃশ্যমান বাস্তবতা। উল্লিখিত বিষয় বিবেচনা করেই ট্রাস্টের খসড়া গেজেটে প্রযোজকদের সুবিধাপ্রাপ্তির বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ থাকলেও এক অজানা কারণে চূড়ান্ত গেজেটে প্রযোজক ক্যাটেগরি বাদ দেওয়া হয়েছে যা প্রযোজকদের দারুণভাবে হতাশ ও হতবাক করেছে।’ তিনি লিখেছেন, যেসব প্রযোজক তার তিল তিল সঞ্চিত অর্থ শিল্পের অনুরাগে চলচ্চিত্রের মত রুগ্ন শিল্পে বিনিয়োগ করে এই শিল্পকে এখনও টিকিয়ে রাখল, যাদের বিনিয়োগ ছাড়া একটি চলচ্চিত্র নির্মাণ কোনভাবেই সম্ভব নয়, যাদের অর্থে শুধু চলচ্চিত্রই নির্মিত হয় না বরং অনেকের গাড়ি বাড়ি, নিদেনপক্ষে সংশ্লিষ্ট বহু পরিবারের সংসারের মৌলিক চাহিদা মিটে থাকে সেইসব প্রযোজকদের জীবনের ক্রান্তিকালের কিংবা নিয়তির নির্মমতায় নিপীড়িত একজন অসহায় প্রযোজক আপনার করুণা বঞ্চিত হবে তা আমরা কিছুতেই বিশ্বাস করতে পারি না। কিন্তু প্রযোজক ছাড়াতো কারোই অস্তিত্ব থাকে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়