শিরোনাম
◈ এবার প্রবাসীদের বড় দুঃসংবাদ দিল সৌদি আরব ◈ ওয়েস্ট ইন্ডিজের বেহাল দশা, ম‌্যাচ জিত‌লো আফগা‌নিস্তান ◈ নবম পে-স্কেলে বৈশাখী ভাতা মূল বেতনের কতো শতাংশ, যা জানা গেল ◈ কীভা‌বে ১৯৯১ এর নির্বাচনে বিএনপির 'বিস্ময়কর' জয় এসেছিলো ◈ ঠেলাগাড়িতে বসে নীরবে ভিক্ষা করে কোটিপতি, আছে বহুতল ৩ বাড়ি ও মারুতি সুজুকি গাড়ি ◈ অস্ট্রেলিয়ার সিডনিতে হাঙরের হামলা, মৃত্যুর মুখে ২ তরুণ (ভিডিও) ◈ ইভ্যালির রাসেল-শামীমা আবারো গ্রেপ্তার ◈ ২৩ জানুয়া‌রি নয়া‌দি‌ল্লি‌তে আওয়ামী লীগের সংবাদ স‌ম্মেলন, কী উ‌দ্দে‌শে নেতারা বারবার এ‌টি কর‌ছেন?  ◈ বি‌শ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট‌কে এবার অ‌লি‌ম্পি‌কে দেখা যা‌বে ক্রিকেটার হিসা‌বে ◈ এনসিপি নেতা পরিচয় দিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২১, ১১:৩২ দুপুর
আপডেট : ০৬ জুলাই, ২০২১, ১১:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নতুন দুই দল অন্তর্ভূক্ত করে শুরু হচ্ছে আইপিএলের মেগা নিলাম

স্পোর্টস ডেস্ক : [২] আসন্ন মওশুম থেকেই দশ দলের আইপিএল হবে। এবার ২০২২ সালের আইপিএলে নয়া দুই দলের অন্তর্ভুক্তি নিয়ে ব্লু প্রিন্টও তৈরি হয়ে গিয়েছে। এমনটাই খবর ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই সূত্রে। চলতি বছর থেকেই সেই প্রক্রিয়া শুরুও হয়ে যাবে। শুধু তাই নয়, একই সঙ্গে আইপিএলের মেগা নিলামই বা কবে অনুষ্ঠিত হবে, কোন দল কতজন খেলোয়াড় ধরে রাখতে পারবে, কোন দল কত অর্থ খরচ করতে পারবে, আইপিএলের মিডিয়া রাইটসের টেন্ডার, এই সমস্ত বিষয়ও চূড়ান্ত হয়ে গিয়েছে।

[৩] একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আগামী আগস্টের মাঝামাঝি সময় থেকে ২০২২ সালের জানুয়ারির মধ্যে নয়া দুটি দলের অন্তর্ভুক্তির প্রক্রিয়া সম্পন্ন করা হবে। আগামী আগস্টেই নয়া দুই ফ্রাঞ্চাইজির জন্য টেন্ডার ডাকা হবে। চলতি বছরের অক্টোবরের মাঝামাঝি নাগাদ আইপিএলে দুই নতুন দলের নামও জানিয়ে দেওয়া হবে। এরপর ডিসেম্বরে হবে মেগা নিলাম।

[৪] পাশাপাশি ২০২২ সালের জানুয়ারিতে আইপিএলের নতুন মিডিয়া রাইটসের জন্যও টেন্ডার ডাকা হতে পারে। জানা যাচ্ছে ২০২২ সালের আইপিএলে নতুন ফ্রাঞ্চাইজি হিসেবে আমেদাবাদের অন্তর্ভূক্তি ঘটতে পারে। অন্যদল কানপুর কিংবা লখনউ থেকে আইপিএলে যোগ দিতে পারে।

[৫] এমনকি ২০২২ সালের আইপিএলে ক্রিকেটারদের বেতনক্রম নিয়েও বড় সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই। আগামী মওসুমে সবকটি ফ্র্যাঞ্চাইজির বেতন তহবিল ৮৫ কোটি থেকে বাড়িয়ে ৯০ কোটি টাকা করার সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই। অর্থাৎ আইপিএলে অংশ নেওয়া ক্রিকেটারদের বেতন খাতে আরও ৫০ কোটি (১০ দলের নিরিখে) টাকা অন্তর্ভূক্ত হতে চলেছে।

[৬] আগামী মেগা নিলামে ক্রিকেটার কেনাবেচার ক্ষেত্রে বেতন তহবিল থেকে হয়তো ৭৫ শতাংশ অর্থ খরচ করতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলি। ২০২২ থেকে আগামী তিন বছরে প্রতি মরশুমে আইপিএলের বেতন তহবিল ৫ কোটি টাকা করে বাড়ানো হবে বলেও জানা গিয়েছে। মেগা নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিগুলি সর্বাধিক ৪ জন ক্রিকেটারকে ধরে রাখতে পারবেন বলে খবর। তা তিনজন ভারতীয় এবং একজন বিদেশি হতে পারে কিংবা দুইজন ভারতীয় ও দুইজন বিদেশি হতে পারে বলে জানানো হয়েছে। - আজকাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়