শিরোনাম
◈ আমরা তীব্র মানসিক যন্ত্রণা নিয়ে আজকের সংবাদ সম্মেলনে হাজির হয়েছি: যুবদল সভাপতি (ভিডিওি) ◈ পরকীয়া ঠেকাতে ছেলের কাঠমান্ডুগামী ফ্লাইটে ‘বোমা’ আতঙ্ক ছড়ানোয় মা-সহ গ্রেপ্তার ৩: র‍্যাব ◈ মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতায় বাংলাদেশিদের গ্রেপ্তার: যৌথ তদন্তে কাজ করবে ঢাকা-কুয়ালালামপুর ◈ “বাংলা মাতৃভাষা বললে বিদেশি”, আসামে আসন্ন আদমশুমারি ঘিরে হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যে তোলপাড় ◈ চান্দিনায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষনের অভিযোগ ◈ ঘোড়াশালে এক কেজি কাঁচামরিচের দাম ৬০০ টাকা”ক্রেতারা দিশেহারা ◈ ‘আমরা মানুষ হবো কবে?’:মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড ঘিরে আজহারীর হৃদয়বিদারক প্রতিক্রিয়া ◈ মিটফোর্ড হত্যাকাণ্ড: “নরপিশাচদের সামলান” — তারেক রহমানকে এনসিপি নেতা সারজিস আলমের কড়া বার্তা ◈ সেনাবাহিনী-পুলিশের মধ্যে ভুল বোঝাবুঝির অপপ্রয়াস চালানো হচ্ছে: আইএসপিআর ◈ মিটফোর্ডে সোহাগ হত্যা: দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার আশ্বাস আইন উপদেষ্টা আসিফ নজরুলের

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২১, ১১:৩২ দুপুর
আপডেট : ০৬ জুলাই, ২০২১, ১১:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নতুন দুই দল অন্তর্ভূক্ত করে শুরু হচ্ছে আইপিএলের মেগা নিলাম

স্পোর্টস ডেস্ক : [২] আসন্ন মওশুম থেকেই দশ দলের আইপিএল হবে। এবার ২০২২ সালের আইপিএলে নয়া দুই দলের অন্তর্ভুক্তি নিয়ে ব্লু প্রিন্টও তৈরি হয়ে গিয়েছে। এমনটাই খবর ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই সূত্রে। চলতি বছর থেকেই সেই প্রক্রিয়া শুরুও হয়ে যাবে। শুধু তাই নয়, একই সঙ্গে আইপিএলের মেগা নিলামই বা কবে অনুষ্ঠিত হবে, কোন দল কতজন খেলোয়াড় ধরে রাখতে পারবে, কোন দল কত অর্থ খরচ করতে পারবে, আইপিএলের মিডিয়া রাইটসের টেন্ডার, এই সমস্ত বিষয়ও চূড়ান্ত হয়ে গিয়েছে।

[৩] একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আগামী আগস্টের মাঝামাঝি সময় থেকে ২০২২ সালের জানুয়ারির মধ্যে নয়া দুটি দলের অন্তর্ভুক্তির প্রক্রিয়া সম্পন্ন করা হবে। আগামী আগস্টেই নয়া দুই ফ্রাঞ্চাইজির জন্য টেন্ডার ডাকা হবে। চলতি বছরের অক্টোবরের মাঝামাঝি নাগাদ আইপিএলে দুই নতুন দলের নামও জানিয়ে দেওয়া হবে। এরপর ডিসেম্বরে হবে মেগা নিলাম।

[৪] পাশাপাশি ২০২২ সালের জানুয়ারিতে আইপিএলের নতুন মিডিয়া রাইটসের জন্যও টেন্ডার ডাকা হতে পারে। জানা যাচ্ছে ২০২২ সালের আইপিএলে নতুন ফ্রাঞ্চাইজি হিসেবে আমেদাবাদের অন্তর্ভূক্তি ঘটতে পারে। অন্যদল কানপুর কিংবা লখনউ থেকে আইপিএলে যোগ দিতে পারে।

[৫] এমনকি ২০২২ সালের আইপিএলে ক্রিকেটারদের বেতনক্রম নিয়েও বড় সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই। আগামী মওসুমে সবকটি ফ্র্যাঞ্চাইজির বেতন তহবিল ৮৫ কোটি থেকে বাড়িয়ে ৯০ কোটি টাকা করার সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই। অর্থাৎ আইপিএলে অংশ নেওয়া ক্রিকেটারদের বেতন খাতে আরও ৫০ কোটি (১০ দলের নিরিখে) টাকা অন্তর্ভূক্ত হতে চলেছে।

[৬] আগামী মেগা নিলামে ক্রিকেটার কেনাবেচার ক্ষেত্রে বেতন তহবিল থেকে হয়তো ৭৫ শতাংশ অর্থ খরচ করতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলি। ২০২২ থেকে আগামী তিন বছরে প্রতি মরশুমে আইপিএলের বেতন তহবিল ৫ কোটি টাকা করে বাড়ানো হবে বলেও জানা গিয়েছে। মেগা নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিগুলি সর্বাধিক ৪ জন ক্রিকেটারকে ধরে রাখতে পারবেন বলে খবর। তা তিনজন ভারতীয় এবং একজন বিদেশি হতে পারে কিংবা দুইজন ভারতীয় ও দুইজন বিদেশি হতে পারে বলে জানানো হয়েছে। - আজকাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়