শিরোনাম
◈ ইরানের ইস্পাহানে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২১, ০৭:১৬ বিকাল
আপডেট : ০৩ জুলাই, ২০২১, ০৭:১৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্টোকস-আর্চারকে ছাড়াই পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের ওয়ানডে দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক : [২] পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড। শ্রীলঙ্কার বিপক্ষে খেলা দল নিয়েই পাকিস্তানের বিপক্ষেও খেলবে ইংলিশরা। অপরিবর্তিত রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (বিসিবি)।

[৩] এই সিরিজের দলেও থাকছেন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো দলে জায়গা পেয়েছেন সাসেক্সের পেসার জর্জ গার্টন। অন্যদিকে ইনজুরি কাটিয়ে কাউন্টিতে খেললেও দলে জায়গা হয়নি অলরাউন্ডার বেন স্টোকসের। ইনজুরির কারণে নেই ওলি স্টোন ও পেসার জোফরা আর্চার।

[৪] নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে স্ট্রেচ ফ্র্যাকচারের কারণে শুধুমাত্র সিরিজ থেকে নয়, পুরো গ্রীষ্ম মৌসুমই তাকে মাঠের বাইরে থাকতে হবে। ওই টেস্টে ৯৭ রানে ৩ উইকেট নিয়েছিলেন স্টোন।স্টোনের ইনজুরিতে সুযোগ হলো গার্টনের। ১৯ বছর বয়স থেকেই তিনি ইংল্যান্ড লায়ন্সের সাদা বলের পরিকল্পনায় ছিলেন।২০১৭-১৮ মৌসুমের অ্যাশেজের প্রথম টেস্টের দলে বিকল্প হিসেবেও ছিলেন এই পেসার। কিন্তু অভিষেক হয়নি তার। ২০১৮ সালে ইনজুরির কারণে পুরো গ্রীষ্ম মৌসুম খেলতে পারেননি তিনি।

[৫] তবে শেষ দুটি টি টোয়েন্টি বøাস্টের মৌসুমে ১৩.৫৪ গড়ে ২২ উইকেট নেন গার্টন। এমন পারফরমেন্সের সুবাদে দলে সুযোগ হলো ২৪ বছর বয়সী গার্টনের। লিস্ট এ ক্রিকেটে ২৪ ম্যাচে ২৯ উইকেট রয়েছে গার্টনের।

আগামী ৮ জুলাই তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে পাকিস্তান ও ইংল্যান্ড। এরপর যথাক্রমে ১০ ও ১৩ জুলাই হবে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে।
[৬] ইংল্যান্ড দল : ইয়োইন মরগান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, জস বাটলার, স্যাম কারান, টম কারান, লিয়াম ডসন, জর্জ গার্টন, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, ডেভিড উইলি, ক্রিস ওকস ও মার্ক উড। - ক্রিকবাজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়