লিহান লিমা: [২] বিশ্বের বৃহত্তম ই-কর্মাস মার্কেটপ্লেস আমাজনের প্রধান নির্বাহীর (সিইও) পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন কোম্পানির প্রতিষ্ঠাতা জেফ বেজোস। সিইও পদ থেকে সরে গেলেও বেজোসের ১০ শতাংশ শেয়ার থাকবে আমাজনে, পাশাপাশি তিনি প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। দ্য হিল
[৩] আগামী ৫ জুলাই নতুন সিইও হিসেবে দায়িত্ব নেবেন প্রতিষ্ঠানটির বর্তমান ওয়েব সার্ভিস বিভাগের প্রধান অ্যান্ডি জেসি।
[৪] ১৯৯০ সালে বেজোসের হাত ধরে অনলাইন বইয়ের দোকান হিসেবে আমাজনের যাত্রা শুরু হয় । বর্তমানে সারাবিশ্বে আমাজনের বাজার মূলধন ১ দশমিক ৭ ট্রিলিয়ন ডলার। বিশ্বজুড়ে কাজ করছেন ১৩ লাখের বেশি কর্মী। ফোর্বসের মতে, চলতি বছর বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় নাম লেখানো বেজোসের মোট সম্পদের পরিমাণ ১৯ হাজার ৮০০ কোটি ডলার।
[৫] বেজোস জানান, অন্য উদ্যোগগুলোতে সময় দিতে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। মূলত নিজের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ব্লু-অরিজিনকে সময় দিতে চান তিনি। আগামী ২০ জুলাই ব্লু-অরিজিনের প্রথম স্পেস ফ্লাইটে নিউ শেফার্ড রকেটে ১১ মিনেটের জন্য মহাকাশ ভ্রমণে যাবেন তিনি। ১৯৬৯ সালের এ দিনই অ্যাপোলো ১১ চাঁদের মাটিতে পা রেখেছিল।