মহসীন কিবর: [২] শনিবার সকালে যানবাহন চলাচল কম থাকলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা বেড়েছে ও বেড়েছে মানুষের চলাচল। তবে রাজধানীর অনেক রাস্তাই ছিল ফাঁকা। কড়াকড়ি কাটিয়ে রিকশায় সরব হয়ে উঠেছে রাজধানী। পুলিশের চেকপোস্টগুলোতে গাড়ি চেক করতে দেখা গেছে।
[৩] মগবাজার মোড়ে সেনাবাহিনী ও পুলিশকে ব্যারিকেড দিয়ে যাত্রীর পরিচয় জানতে চাওয়ায় দীর্ঘ লাইন দেখা গেছে। মোহাম্মদপুর, কলেজগেট, ফার্প গেট, মালিবাগ, রাজারবাগ, মগবাজার, সাতরাস্তা, কারওয়ানবাজারে এমই চিত্র দেখা গেছে।
[৪] করোনার সংক্রমণ মোকাবিলায় দেশজুড়ে সাতদিনের কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিনে গতকাল কারণ ছাড়া ঘরের বাইরে বের হওয়ায় ২১৩ জনকে ২ লাখ ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আটক করা হয়েছে ৩২০ জনকে। প্রথমদিন আটক করা হয় ৫৫০ জনকে।