শিরোনাম
◈ ফ্রা‌ন্সের লিও শহ‌রের কসাই থেকে গাজার কসাই: ইতিহাসে বারবার অপরাধীদের বাঁচিয়েছে আমেরিকা ◈ রিজার্ভে বড় সাফল্য: আইএমএফের লক্ষ্য ছাড়িয়ে গেছে বাংলাদেশ, প্রবাসী আয়ে রেকর্ড প্রবৃদ্ধি! ◈ আদানির বকেয়ার সব টাকা পরিশোধ করেছে বাংলাদেশ ◈ মাঠে ছড়িয়ে থাকা লেবু ও  ডিম দে‌খে ম্যাচ খেলতে আসা ‌ক্রিকেটাররা ভয়ে পালালেন ◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন ◈ এবার নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের! তীব্র প্রতিক্রিয়া ◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২১, ০৫:১৮ সকাল
আপডেট : ০৩ জুলাই, ২০২১, ০৯:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিলেটে ‘সীমিত পরিসরে’ বিয়ে করতে গিয়ে ধরা বর-কনে!

আবুল কাশেম:[২] কঠোর লকহাউনের পরিস্থিতি নির্দেশনা ভেঙ্গে বিয়ের দায়ের ১০ হাজার টাকা পরিমান করেছেন সিলেটের হুমায়ুউন রশীদ চত্বরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট। গত দু দিনে সিলেটে ২২০ মামলার বিপরীতে ২ লাখ ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

[৩] লকডাউনের শুরুর প্রথম দিনে দিন ভর অভিযানে সিলেট জেলা প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় এই জরিমানা আদায় করে।জেলা প্রশাসন সিলেট এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট (কভিড-১৯) মিডিয়া সেল শাম্মা লাবিবা অর্ণব ও মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্ল্যাহ তাদের পৃথক সংবাদ বিজ্ঞপিত্তে এ তথ্য নিশ্চিত করেন।

[৪] বৃহস্পতিবার দিনব্যাপী মহানগর ও সিলেটের সকল উপজেলায় ৩৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় লকডাউন ও স্বাস্থ্যবিধি না মানার কারণে ১৭২ টি মামলার বিপরীতে ২ লাখ ৬০০ টাকা জরিমানা করা করেন। ভ্রাম্যমাণ আদালতে সার্বিক সহায়তা করে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ, আনসার সদস্যরা।

[৫] সিলেট মেট্রোপলিটন পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, লকডাউনে বিধি নিষেধ অমান্য করায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর উপস্থিতিতে সর্বমোট ২৫ জনকে ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

[৬] বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, লকডাউন অমান্য করায় মহানগর পুলিশের অভিযানে ৯টি সিএনজি অটোরিকশা, ৩০টি মোটরসাইকেল, ২টি প্রাইভেট কার ও অন্যান্য আরো ৭টি যানবাহনে মোট ৪৮টি মামলা করা হয়। এ সময় ১৮টি সিএনজি অটোরিকশা, ৫৯টি মোটরসাইকেল, ৩টি প্রাইভেট কার এবং অন্যান্য যানবাহন ২৪টি সহ মোট ১০৪টি গাড়ি আটক করে পুলিশ।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়