শিরোনাম
◈ মরক্কোকে হারিয়ে আফ্রিকা কাপ অব নেশন্স জিত‌লো সেনেগাল ◈ ক্যাম্পাসে অশোভন আচরণের অভিযোগে রাকসু জিএস সালাউদ্দিন আম্মারের মানসিক স্বাস্থ্য মূল্যায়নের দাবি ছাত্রদলের ◈ পা‌কিস্তান বংশোদ্ভূত ৪২ ক্রিকেটারের ভারতে আসা নিয়ে প্রশ্ন! ভিসা সমস্যা সমাধা‌নে মা‌ঠে নে‌মেছে আই‌সি‌সি ◈ জামায়াত জোটে ভাঙন, কার ক্ষতি হলো ◈ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তারেক রহমানের ব্যানার ছিড়ে ফেললেন রাকসু জিএস ◈ ইরানে ট্রাম্পের অবস্থান পরিবর্তন, বিপাকে আন্দোলনকারীরা ◈ আমদানি বন্ধের সুযোগে চালের কৃত্রিম সংকট তৈরি করে দাম বৃদ্ধি ◈ লাল পাসপোর্ট জমা দিচ্ছেন উপদেষ্টারা ◈ সাত লাখ টাকায় রাশিয়া গিয়ে ছয় মাসের মাথায় দেশে ফিরতে হলো ৩৫ বাংলাদেশিকে ◈ চিলিতে ভয়াবহ দাবানল: দুই অঞ্চলে ‘মহাবিপর্যয়’ ঘোষণা, ১৬ জনের মৃত্যু

প্রকাশিত : ০২ জুলাই, ২০২১, ০৫:৫৬ বিকাল
আপডেট : ০২ জুলাই, ২০২১, ০৬:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বে ৩ ক্রিকেটার আমার ৪০০ রানের রেকর্ড ভাঙ্গতে পারে : ব্রায়ান লারা

স্পোর্টস ডেস্ক : [২] টেস্টে ৪০০ রানের রেকর্ড ভাঙতে পারেন এমন তিনজন ব্যাটসম্যানের নাম বলেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ব্রায়ান লারা।২০০৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ৪০০ রান করেছিলেন লারা। এই রেকর্ড এখনও অক্ষত রয়েছে।

[৩] ব্রায়ান লারার মতে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আয়োজিত সমস্ত প্রতিযোগিতাতেই জেতার ক্ষমতা রয়েছে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতের।টেস্টে ব্যক্তিগত সর্বাধিক ৪০০ রানের রেকর্ড গড়ের লারা। তার সেই রেকর্ড শেষ পর্যন্ত কে ভাঙবেন?

[৪] এ বিষয়ে ত্রিনিদাদের রাজপুত্র ব্রায়ান লারা বলেন, “অস্ট্রেলিয়ার হয়ে চার নম্বরে নামা স্টিভ স্মিথের পক্ষে এই রেকর্ড ভাঙা কঠিন। ও গ্রেট ব্যাটসম্যান, কিন্তু শাসন করতে পারে না। বরং ডেভিড ওয়ার্নার ভাঙতে পারে।

[৫] বিরাট কোহলি উপরের দিকে নেমে উইকেটে একবার থিতু হয়ে গেলে তার পক্ষে এটা সম্ভব। কোহলি আক্রমণাত্মক ব্যাটসম্যানও। রোহিত শর্মাও নিজের দিনে এটা পারে। এই রেকর্ড ভাঙার মতো বেশ কয়েকজন ক্রিকেটার রয়েছে। অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই প্রতিযোগিতার দিকে এখন থেকেই অধীর আগ্রহে তাকিয়ে রয়েছেন ক্রিকেটপ্রেমীরা।

[৬] ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির পর ভারত বিশ্বপর্যায়ের কোনও প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়নি। আইসিসির নানা প্রতিযোগিতায় ফাইনালে ও সেমিফাইনালে উঠলেও শেষ হাসি হাসতে পারেনি টিম ইন্ডিয়া। এ বিষয়ে লারা বলেন, আমার তো মনে হয় যে কোনও প্রতিযোগিতাই জেতার ক্ষমতা রাখে ভারতীয় ক্রিকেট দল। বিরাট কোহলিদের এখন টার্গেট করছে সব দল। এটার জন্য প্রশংসা প্রাপ্য ওদের। প্রত্যেক দলই জানে যে কখনও না কখনও ভারতের মুখোমুখি হতেই হবে। - ক্রিকবাজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়