শিরোনাম
◈ দুই দশক পর তারেক রহমান চট্টগ্রামে: ভোর থেকে পলোগ্রাউন্ডে বিএনপির নেতাকর্মীদের ভিড় ◈ তিস্তা মহাপরিকল্পনায় চীনের অগ্রগতি, সমঝোতার পথে বাংলাদেশ ◈ আই‌সি‌সি থে‌কে জয় শাহকে ‘গদিচ্যুত’ করার সুবর্ণ সুযোগ! বাংলা‌দে‌শের সমর্থনে পাকিস্তানকে বিশ্বকাপ বয়কটের পরামর্শ সা‌বেক‌দের ◈ ‌বি‌পিএল চ্যাম্পিয়ন হয়ে শান্তরা পেলো ২ কোটি ৭৫ লাখ টাকা ◈ যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থায় না থাকায় কতটা ক্ষতি হবে বাংলাদেশের ◈ সাকিব আল হাসানকে দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বিসিবি ◈ শান্তিপ্রিয় বাংলাদেশকে ভারত সবসময় সমর্থন করবে: প্রণয় ভার্মা ◈ পোস্টাল ব্যালট সংরক্ষণ-গণনা নিয়ে ইসির পরিপত্র জারি ◈ আইসিসি আমাদের অনুরোধে সাড়া দেয়নি, কিছু করার নেই: বিসিবি  ◈ আইসিসি প্রকাশ করল টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন সূচি, বাংলাদেশকে নিয়ে দিলো বার্তা

প্রকাশিত : ০১ জুলাই, ২০২১, ০৮:১৪ রাত
আপডেট : ০১ জুলাই, ২০২১, ০৮:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৪৭ বলে সেঞ্চুরি করা টম ব্যান্টনকে ডাকলো ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক: [২] শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের দলে ইংল্যান্ড যুক্ত করলো টম ব্যান্টনকে। সামর্থ্যের প্রমাণ দিয়ে জাতীয় দলে ফিরলেন ডানহাতি টপ অর্ডার ব্যাটসম্যান। চলতি সপ্তাহে ভাইটালিটি টি-টোয়েন্টি ব্লাস্টে পরপর দুই ম্যাচে হাফ সেঞ্চুরি ও সেঞ্চুরি করেছেন। সেঞ্চুরি করেন মাত্র ৪৭ বলে।

[৩] ইংল্যান্ডের হয়ে এরই মধ্যে ৬ ওয়ানডে ও ৯ টি-টোয়েন্টি খেলেছেন ব্যান্টন। গত আগস্টে শেষ ওয়ানডে খেলা ২২ বছর বয়সী ব্যাটসম্যান এবার দলে ডাক পেলেন ডেভিড মালানের ব্যাকআপ হয়ে। ব্যক্তিগত কারণে বর্তমানে দলে অনুপস্থিত তিনি। ইংল্যান্ডের প্রথম সারির ব্যাটসম্যান জস বাটলার ও বেন স্টোকসও নেই। ইনজুরি থেকে সেরে ওঠার লড়াইয়ে তারা।

[৪] গত বছরের সেপ্টেম্বরে টি-টোয়েন্টিতে শেষবার জাতীয় দলের জার্সি পরেন ব্যান্টন। এবার ঝলক দেখিয়ে আরেকবার জার্সি গায়ে দেওয়ার অপেক্ষায় তিনি। এসেক্সের বিপক্ষে টি-টোয়েন্টি ব্লাস্টে সমারসেটের গত ম্যাচে ১৯ রানে আউট হন।

[৫] আগের দুই ম্যাচে ছিলেন দুর্দান্ত। কেন্টের বিপক্ষে ৪৭ বলে করেন সেঞ্চুরি, ৫১ বলে ৮ চার ও ৭ ছয়ে ১০৭ রানে অপরাজিত ছিলেন ব্যান্টন। তার আগের ম্যাচে হ্যাম্পশায়ারের বিপক্ষে ৩৭ বলে ৮ চার ও ৫ ছয়ে করেন ৭৭ রান।

[৬] তিন ম্যাচের সিরিজে প্রথমটি জিতে ১-০ তে এগিয়ে আছে ইংল্যান্ড। বৃহস্পতিবার ১ জুলাই দ্য ওভালে হবে দ্বিতীয় ম্যাচ। ব্রিস্টলে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা মুখোমুখি হবে আগামী রোববার ৪ জুলাই। - ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়