শিরোনাম
◈ নির্বাচনের আগে আইনশৃঙ্খলার তৎপরতা পর্যাপ্ত নয়: আসিফ মাহমুদ ◈ শরিয়াহ আইনের দিকে যাবে না জামায়াত, অবস্থান বদল নাকি ভোটের কৌশল? ◈ রাষ্ট্রের কাছে যা চাইলেন শহীদ ওসমান হাদির স্ত্রী ◈ মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনে ইরান ও ইসরাইলের নেতাদের ফোন করলেন পুতিন ◈ ঋণ কেলেঙ্কারি: ক্ষতির বোঝা সাধারণ আমানতকারীর ঘাড়ে ◈ ছাত্রদল কর্মীকে হত্যার ঘটনায় দম্পতি গ্রেপ্তার ◈ ২০২৫ সালে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অ্যাথলেট পর্তুগিজ তারকা রোনাল‌দো ◈ তিন হা‌রের কার‌ণে সোহানকে সরিয়ে রংপুরের নেতৃত্বে লিটন দাস ◈ জামায়াত নেতৃত্বাধীন জোট থেকে ইসলামি দলগুলোকে বেরিয়ে আসার আহ্বান ইসলামী আন্দোলনের ◈ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বাবাকে প্রশ্নের ছবি পাঠিয়ে উত্তর জানার চেষ্টা: পরীক্ষার্থী আটক

প্রকাশিত : ০১ জুলাই, ২০২১, ০৮:১৪ রাত
আপডেট : ০১ জুলাই, ২০২১, ০৮:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৪৭ বলে সেঞ্চুরি করা টম ব্যান্টনকে ডাকলো ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক: [২] শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের দলে ইংল্যান্ড যুক্ত করলো টম ব্যান্টনকে। সামর্থ্যের প্রমাণ দিয়ে জাতীয় দলে ফিরলেন ডানহাতি টপ অর্ডার ব্যাটসম্যান। চলতি সপ্তাহে ভাইটালিটি টি-টোয়েন্টি ব্লাস্টে পরপর দুই ম্যাচে হাফ সেঞ্চুরি ও সেঞ্চুরি করেছেন। সেঞ্চুরি করেন মাত্র ৪৭ বলে।

[৩] ইংল্যান্ডের হয়ে এরই মধ্যে ৬ ওয়ানডে ও ৯ টি-টোয়েন্টি খেলেছেন ব্যান্টন। গত আগস্টে শেষ ওয়ানডে খেলা ২২ বছর বয়সী ব্যাটসম্যান এবার দলে ডাক পেলেন ডেভিড মালানের ব্যাকআপ হয়ে। ব্যক্তিগত কারণে বর্তমানে দলে অনুপস্থিত তিনি। ইংল্যান্ডের প্রথম সারির ব্যাটসম্যান জস বাটলার ও বেন স্টোকসও নেই। ইনজুরি থেকে সেরে ওঠার লড়াইয়ে তারা।

[৪] গত বছরের সেপ্টেম্বরে টি-টোয়েন্টিতে শেষবার জাতীয় দলের জার্সি পরেন ব্যান্টন। এবার ঝলক দেখিয়ে আরেকবার জার্সি গায়ে দেওয়ার অপেক্ষায় তিনি। এসেক্সের বিপক্ষে টি-টোয়েন্টি ব্লাস্টে সমারসেটের গত ম্যাচে ১৯ রানে আউট হন।

[৫] আগের দুই ম্যাচে ছিলেন দুর্দান্ত। কেন্টের বিপক্ষে ৪৭ বলে করেন সেঞ্চুরি, ৫১ বলে ৮ চার ও ৭ ছয়ে ১০৭ রানে অপরাজিত ছিলেন ব্যান্টন। তার আগের ম্যাচে হ্যাম্পশায়ারের বিপক্ষে ৩৭ বলে ৮ চার ও ৫ ছয়ে করেন ৭৭ রান।

[৬] তিন ম্যাচের সিরিজে প্রথমটি জিতে ১-০ তে এগিয়ে আছে ইংল্যান্ড। বৃহস্পতিবার ১ জুলাই দ্য ওভালে হবে দ্বিতীয় ম্যাচ। ব্রিস্টলে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা মুখোমুখি হবে আগামী রোববার ৪ জুলাই। - ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়