শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ৩০ জুন, ২০২১, ০২:৫৩ দুপুর
আপডেট : ৩০ জুন, ২০২১, ০২:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দৌলতদিয়া ফেরিঘাটে হাজারো মানুষের ঢল

কামাল হোসেন:[২] বৃহম্পতিবার থেকে সর্বাত্মক কঠোর লকডাউন। চলমান কঠোর বিধিনিষেধে দূরপাল্লাসহ সব ধরণের গণ পরিবহন বন্ধ থাকার পরও নানাভাবে রাজধানী ঢাকা ছাড়ছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঘরমূখো মানুষ। পথে পথে বাধা, বৈরী আবহাওয়া ও করোনা সংক্রমণের চরম ঝুঁকিও তাদের দমাতে পারছে না। এতে পাটুরিয়া হয়ে ফেরিতে গাদাগাদি করে দৌলতদিয়া প্রান্তে এসে নামছে মানুষ।

[৩] এদিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৩টি ফেরি চলাচল করায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন অঞ্চল থেকে ব্যক্তিগত ও ছোট ছোট যানবাহনে করে ঘাটে এসে ফেরিতে খুব সহজেই ঢাকামূখী হচ্ছে মানূষ।এসময় উভয়মূখী যাতায়াতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব তো দুরের কথা অধিকাংশ মানুষের মুখে মাস্ক পর্যন্ত ছিল না। বুধবার (৩০ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত দৌলতদিয়া ফেরিঘাটে এমন চিত্রই দেখা গেছে।

[৪] এসময় কথা হয় ঢাকা থেকে আসা গৃহবধু আসমার সাথে যাবেন তিনি বলেন, কঠোর বিধিনিেিষধে ঢাকায় আশেপাশের কোথাও যাওয়ার নেই কোন সুযোগ, এভাবে রুমের মধ্যে বন্ধী অবস্থায় থেকে দম বন্ধ হয়ে আসছিল। তাই স্বামী সন্তানদের নিয়ে মাগুরায় গ্রামের বাড়িতে যাচ্ছি অন্তত কয়েকটা সেখানে শান্তিতে কাটানো যাবে।

[৫] এছাড়াও পথে পথে নানা ভোগান্তির শিকার হয়ে বিকল্প উপায়ে যানবাহনে দৌলতদিয়া ঘাটে এসে গাদাগাদি করে ফেরিতে গিয়ে উঠছে ঢাকামূখী মানুষ।বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক ফিরোজ শেখ জানান, এ রুটে ১৩টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করায় দৌলতদিয়া ঘাটে কোন যানবাহন ফেরির অপেক্ষায় নেই। তবে পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা ফেরিগুলোতে যানবাহনের সাথে সাধারন যাত্রীর চাপ আছে বলে তিনি জানান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়