শিরোনাম
◈ বৃহস্পতিবার আবারও গুরুত্বপূর্ণ তিন মোড় অবরোধের ঘোষণা শিক্ষার্থীদের ◈ ঢাকা শহরে আমি আল্লাহর রহমতে ভেসে আসি নাই: মির্জা আব্বাস (ভিডিও) ◈ বিএসসি-কে শক্তিশালী ও লাভজনক প্রতিষ্ঠান হিসেবে ধরে রাখার নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ সৌদি, আরব আমিরাত ও তুরস্কে থাকা মার্কিন ঘাঁটি উড়িয়ে দেবে ইরান! ◈ ১১ দলের আসন সমঝোতার যৌথ সংবাদ সম্মেলন স্থগিত ◈ সাত কলেজের শিক্ষার্থীদের অবরোধে অচল সায়েন্সল্যাব (ভিডিও) ◈ চলন্ত ট্রেনের বন্ধ দরজা থেকে ছিটকে পড়লো ঝুলন্ত হকার! ভিডিও ভাইরাল: চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ ◈ আইন-শৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য নির্বাচনের দায়িত্বে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন, এক দিনও এদিক–সেদিক নয়: প্রধান উপদেষ্টা ◈ ভুয়া তথ্য ও বিভ্রান্তি মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

প্রকাশিত : ২৮ জুন, ২০২১, ১২:০১ দুপুর
আপডেট : ২৮ জুন, ২০২১, ১২:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টানা ৯দিন বিরতির পর আবার বাজেট অধিবেশন আজ শুরু,৩০ জুন বাজেট পাস

মনিরুল ইসলাম: [২] টানা ৯দিন বিরতির পর আজ সোমবার আবার শুরু হয়েছে সংসদের বাজেট অধিবেশন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বেলা ১১টায় অধিবেশন শুরু হয়। সংসদে পয়েন্ট অব অর্ডারে মগবাজার বিস্ফোরণ নিয়ে আলোচনা চলছে। জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নু ও বিএনপির হারুনুর রশীদ অংশ নেন। এ সময় সংসদনেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত আছেন। প্রস্তাবিত বাজেট উপর সাধারণ আলোচনা চলছে। আলোচনা শেষে কাল মঙ্গলবার অর্থবিল পাস হবে। ৩০ জুন বুধবার আগামি ২০২১-২০২২ অর্থবছরের বাজেট পাস হবে।

[৩] সংসদ সচিবালয়ের আইনশাখার এক কর্মকর্তা জানান, করোনা পরিস্থিতির কারণে লকডাউন দেওয়া হলেও অধিবেশন স্থগিত করার সুযোগ নেই। কারণ সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে ৩০ জুন বাজেট পাস করতে হবে। সে কারণেই আগের মতো কড়াকড়ি সতর্কতা মেনে অধিবেশন বসেছে।

[৪] এদিকে, এক্ষেত্রে অসুস্থ ও প্রবীন সদস্যদের অধিবেশনে যোগদানে নিরুৎসাহিত করা হয়েছে। যার অধিবেশনে যোগ দিবেন ইতোমধ্যে করোনার নমুনা পরীক্ষা হয় । অধিবেশন কক্ষের ভিতরে বাইরে কঠোরভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করা হচ্ছে বলে জানান জাতীয় সংসদের চীফ হুইপ নুর-ই আলম চৌধুরী।

[৫] উল্লেখ্য, গত ৩ জুন বিকালে সংসদে বাজেট প্রস্তাব উত্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটি তার টানা তৃতীয় বাজেট উপস্থাপন। এরপর দু’দিনের আলোচনা শেষে ৭জুন সম্পুরক বাজেট পাস হয়। এবং ১৪ জুন থেকে প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনা শুরু হয়। প্রথমেই আলোচনায় অংশ নেন সরকারি দলীয় সংসদ সদস্য মো ফারুক খান। বিরোধীদল জাতীয় পার্টি ও বিএনপির সংসদ সদস্যরা আলোচনায় অংশ নিচ্ছেন।
সংসদের চলতি অধিবেশন শুরু হয় ২ জুন। যা আগামী পহেলা জুলাই শেষ হবে বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়