শিরোনাম
◈ দেশে এলো তারেক রহমানের ‘বিশেষ সুবিধাসম্পন্ন’ ২ কোটি ৭৬ লাখ টাকার গাড়ি! ◈ এবার নিজের নামে ভুয়া মাহফিলের প্রচারণায় ক্ষোভ প্রকাশ করলেন ড. মিজানুর রহমান আজহারী ◈ গুম মামলার শুনানিতে তাজুল–পান্না বাগবিতণ্ডা, ট্রাইব্যুনালের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ ◈ ইন্ডিগোর কর্মী সংকটে তিন দিনে ৩০০টির বেশি ফ্লাইট বাতিল, দুর্ভোগে হাজারো যাত্রী ◈ প্রতিযোগীদের আগ্রাসী বাজার দখল, বাংলাদেশের রফতানিতে চাপ বাড়ছে ◈ সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির সাফ বার্তা: সময়মতো নির্বাচন চাই ◈ ভোক্তা অধিদপ্তরে কী কী ক্ষেত্রে অভিযোগ করতে পারবেন, কীভাবে করবেন ◈ বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি যুগান্তকারী অধ্যাদেশ পাস ◈ হঠাৎ গাড়ি থামিয়ে ‘গুলি কর’ বলতে থাকে তিন ব্যক্তি: রাজস্ব কর্মকর্তার ভাষ্য ◈ ডিএমপি’র ৫০ থানার ওসি পদে রদবদল

প্রকাশিত : ২৮ জুন, ২০২১, ১২:০১ দুপুর
আপডেট : ২৮ জুন, ২০২১, ১২:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টানা ৯দিন বিরতির পর আবার বাজেট অধিবেশন আজ শুরু,৩০ জুন বাজেট পাস

মনিরুল ইসলাম: [২] টানা ৯দিন বিরতির পর আজ সোমবার আবার শুরু হয়েছে সংসদের বাজেট অধিবেশন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বেলা ১১টায় অধিবেশন শুরু হয়। সংসদে পয়েন্ট অব অর্ডারে মগবাজার বিস্ফোরণ নিয়ে আলোচনা চলছে। জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নু ও বিএনপির হারুনুর রশীদ অংশ নেন। এ সময় সংসদনেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত আছেন। প্রস্তাবিত বাজেট উপর সাধারণ আলোচনা চলছে। আলোচনা শেষে কাল মঙ্গলবার অর্থবিল পাস হবে। ৩০ জুন বুধবার আগামি ২০২১-২০২২ অর্থবছরের বাজেট পাস হবে।

[৩] সংসদ সচিবালয়ের আইনশাখার এক কর্মকর্তা জানান, করোনা পরিস্থিতির কারণে লকডাউন দেওয়া হলেও অধিবেশন স্থগিত করার সুযোগ নেই। কারণ সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে ৩০ জুন বাজেট পাস করতে হবে। সে কারণেই আগের মতো কড়াকড়ি সতর্কতা মেনে অধিবেশন বসেছে।

[৪] এদিকে, এক্ষেত্রে অসুস্থ ও প্রবীন সদস্যদের অধিবেশনে যোগদানে নিরুৎসাহিত করা হয়েছে। যার অধিবেশনে যোগ দিবেন ইতোমধ্যে করোনার নমুনা পরীক্ষা হয় । অধিবেশন কক্ষের ভিতরে বাইরে কঠোরভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করা হচ্ছে বলে জানান জাতীয় সংসদের চীফ হুইপ নুর-ই আলম চৌধুরী।

[৫] উল্লেখ্য, গত ৩ জুন বিকালে সংসদে বাজেট প্রস্তাব উত্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটি তার টানা তৃতীয় বাজেট উপস্থাপন। এরপর দু’দিনের আলোচনা শেষে ৭জুন সম্পুরক বাজেট পাস হয়। এবং ১৪ জুন থেকে প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনা শুরু হয়। প্রথমেই আলোচনায় অংশ নেন সরকারি দলীয় সংসদ সদস্য মো ফারুক খান। বিরোধীদল জাতীয় পার্টি ও বিএনপির সংসদ সদস্যরা আলোচনায় অংশ নিচ্ছেন।
সংসদের চলতি অধিবেশন শুরু হয় ২ জুন। যা আগামী পহেলা জুলাই শেষ হবে বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়