শিরোনাম
◈ হিন্দুদের কারো কারো ‘জামায়াতে যোগ দেওয়ার’ কারণ কী, তাদের নেতৃত্ব দেওয়ার সুযোগ আছে? ◈ বাংলা‌দেশ‌কে হা‌রি‌য়ে সি‌রি‌জে ২-১ এ এ‌গি‌য়ে গে‌লো আফগা‌নিস্তান ◈ গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত চলছে, ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে: মির্জা ফখরুল ◈ হংকং সি‌ক্সেস ক্রিকে‌টে শ্রীলঙ্কা‌কে ১৪ রা‌নে হারা‌লো বাংলাদেশ ◈ শনিবার থেকে লাগাতার অবস্থান কর্মসূচি প্রাথমিক শিক্ষকদের ◈ নির্বাচনের আগে গণভোট চাওয়া নির্বাচন বানচালের ষড়যন্ত্র: মির্জা ফখরুল ◈ ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে নির্বাচন আয়োজনের পূর্ণ প্রস্তুতি সম্পন্ন: ইসি মাছউদ ◈ নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধের ব্যবসা চলবে না: ডাকসু ভিপি (ভিডিও) ◈ জুলাই সনদে কোনো নোট অব ডিসেন্ট থাকবে না: নাহিদ ইসলাম ◈ গণ-অভ্যুত্থানের পর থেকেই গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত চলছে: মির্জা ফখরুল (ভিডিও)

প্রকাশিত : ২৮ জুন, ২০২১, ১২:০১ দুপুর
আপডেট : ২৮ জুন, ২০২১, ১২:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টানা ৯দিন বিরতির পর আবার বাজেট অধিবেশন আজ শুরু,৩০ জুন বাজেট পাস

মনিরুল ইসলাম: [২] টানা ৯দিন বিরতির পর আজ সোমবার আবার শুরু হয়েছে সংসদের বাজেট অধিবেশন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বেলা ১১টায় অধিবেশন শুরু হয়। সংসদে পয়েন্ট অব অর্ডারে মগবাজার বিস্ফোরণ নিয়ে আলোচনা চলছে। জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নু ও বিএনপির হারুনুর রশীদ অংশ নেন। এ সময় সংসদনেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত আছেন। প্রস্তাবিত বাজেট উপর সাধারণ আলোচনা চলছে। আলোচনা শেষে কাল মঙ্গলবার অর্থবিল পাস হবে। ৩০ জুন বুধবার আগামি ২০২১-২০২২ অর্থবছরের বাজেট পাস হবে।

[৩] সংসদ সচিবালয়ের আইনশাখার এক কর্মকর্তা জানান, করোনা পরিস্থিতির কারণে লকডাউন দেওয়া হলেও অধিবেশন স্থগিত করার সুযোগ নেই। কারণ সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে ৩০ জুন বাজেট পাস করতে হবে। সে কারণেই আগের মতো কড়াকড়ি সতর্কতা মেনে অধিবেশন বসেছে।

[৪] এদিকে, এক্ষেত্রে অসুস্থ ও প্রবীন সদস্যদের অধিবেশনে যোগদানে নিরুৎসাহিত করা হয়েছে। যার অধিবেশনে যোগ দিবেন ইতোমধ্যে করোনার নমুনা পরীক্ষা হয় । অধিবেশন কক্ষের ভিতরে বাইরে কঠোরভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করা হচ্ছে বলে জানান জাতীয় সংসদের চীফ হুইপ নুর-ই আলম চৌধুরী।

[৫] উল্লেখ্য, গত ৩ জুন বিকালে সংসদে বাজেট প্রস্তাব উত্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটি তার টানা তৃতীয় বাজেট উপস্থাপন। এরপর দু’দিনের আলোচনা শেষে ৭জুন সম্পুরক বাজেট পাস হয়। এবং ১৪ জুন থেকে প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনা শুরু হয়। প্রথমেই আলোচনায় অংশ নেন সরকারি দলীয় সংসদ সদস্য মো ফারুক খান। বিরোধীদল জাতীয় পার্টি ও বিএনপির সংসদ সদস্যরা আলোচনায় অংশ নিচ্ছেন।
সংসদের চলতি অধিবেশন শুরু হয় ২ জুন। যা আগামী পহেলা জুলাই শেষ হবে বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়