শিরোনাম
◈ মব–গণপিটুনিতে জানুয়ারিতে নিহত বেড়ে দ্বিগুণ, বেড়েছে অজ্ঞাতনামা লাশ: এমএসএফের প্রতিবেদন ◈ মাসব্যাপী বাণিজ্য মেলায় বিক্রি ৩৯৩ কোটি টাকা ◈ আর্থিক ধসের মুখে জাতিসংঘ, সদস্য দেশগুলোকে গুতেরেসের জরুরি চিঠি ◈ পরবর্তী প্রধানমন্ত্রীর নতুন বাসভবনের স্থান চূড়ান্ত, কাজ শুরু শিগগির ◈ জাইমা রহমানকে সামনে এনে কী বার্তা দিচ্ছে বিএনপি ◈ এ মৌসুমের জন্য শেষ হলো পর্যটকদের সেন্টমার্টিন যাত্রা, ফের ভ্রমণে ৯ মাসের নিষেধাজ্ঞা ◈ নির্বাচন ঘিরে পার্শ্ববর্তী দেশ ষড়যন্ত্রে লিপ্ত: নাহিদ ইসলাম ◈ ১২ ঘন্টার মধ্যে ফলাফল ঘোষণা না হলেই বুঝবো অসৎ কোনো উদ্দেশ্য আছে : মির্জা আব্বাস  ◈ যারাই বিভ্রান্ত করতে আসবে দেখামাত্র বলবেন, ‘গুপ্ত’ তোমরা: তারেক রহমান (ভিডিও) ◈ এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া উৎসব ভাতা নিয়ে জরুরি নির্দেশনা

প্রকাশিত : ২৮ জুন, ২০২১, ১২:০১ দুপুর
আপডেট : ২৮ জুন, ২০২১, ১২:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টানা ৯দিন বিরতির পর আবার বাজেট অধিবেশন আজ শুরু,৩০ জুন বাজেট পাস

মনিরুল ইসলাম: [২] টানা ৯দিন বিরতির পর আজ সোমবার আবার শুরু হয়েছে সংসদের বাজেট অধিবেশন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বেলা ১১টায় অধিবেশন শুরু হয়। সংসদে পয়েন্ট অব অর্ডারে মগবাজার বিস্ফোরণ নিয়ে আলোচনা চলছে। জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নু ও বিএনপির হারুনুর রশীদ অংশ নেন। এ সময় সংসদনেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত আছেন। প্রস্তাবিত বাজেট উপর সাধারণ আলোচনা চলছে। আলোচনা শেষে কাল মঙ্গলবার অর্থবিল পাস হবে। ৩০ জুন বুধবার আগামি ২০২১-২০২২ অর্থবছরের বাজেট পাস হবে।

[৩] সংসদ সচিবালয়ের আইনশাখার এক কর্মকর্তা জানান, করোনা পরিস্থিতির কারণে লকডাউন দেওয়া হলেও অধিবেশন স্থগিত করার সুযোগ নেই। কারণ সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে ৩০ জুন বাজেট পাস করতে হবে। সে কারণেই আগের মতো কড়াকড়ি সতর্কতা মেনে অধিবেশন বসেছে।

[৪] এদিকে, এক্ষেত্রে অসুস্থ ও প্রবীন সদস্যদের অধিবেশনে যোগদানে নিরুৎসাহিত করা হয়েছে। যার অধিবেশনে যোগ দিবেন ইতোমধ্যে করোনার নমুনা পরীক্ষা হয় । অধিবেশন কক্ষের ভিতরে বাইরে কঠোরভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করা হচ্ছে বলে জানান জাতীয় সংসদের চীফ হুইপ নুর-ই আলম চৌধুরী।

[৫] উল্লেখ্য, গত ৩ জুন বিকালে সংসদে বাজেট প্রস্তাব উত্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটি তার টানা তৃতীয় বাজেট উপস্থাপন। এরপর দু’দিনের আলোচনা শেষে ৭জুন সম্পুরক বাজেট পাস হয়। এবং ১৪ জুন থেকে প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনা শুরু হয়। প্রথমেই আলোচনায় অংশ নেন সরকারি দলীয় সংসদ সদস্য মো ফারুক খান। বিরোধীদল জাতীয় পার্টি ও বিএনপির সংসদ সদস্যরা আলোচনায় অংশ নিচ্ছেন।
সংসদের চলতি অধিবেশন শুরু হয় ২ জুন। যা আগামী পহেলা জুলাই শেষ হবে বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়