শিরোনাম
◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির ◈ ৫ আগস্টের পর ছাত্ররা ভুল করেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে ভারতের হাতে: ফরহাদ মজহার ◈ মির্জা আজম বলেন, “সালামান তো বলল পাঠাবে, জবাবে ওবায়দুল কাদের বলেন, ও তো উল্টা টাকা চায় (অডিও) ◈ রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার ◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

প্রকাশিত : ২৮ জুন, ২০২১, ১১:২১ দুপুর
আপডেট : ২৮ জুন, ২০২১, ১১:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উইলিয়ামসনদের আইপিএল খেলার অনুমতি দিচ্ছে নিউজিল্যান্ড ক্রিকেট

স্পোর্টস ডেস্ক : [২] আগামী ১৯ সেপ্টেম্বর মাঠে গড়াতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের বাকি অংশ। টুর্নামেন্ট মাঠে গড়ালেও আইপিএলের অবশিষ্ট অংশে বেশিরভাগ বিদেশি তারকা ক্রিকেটারদের অংশগ্রহণ অনিশ্চিয়তা তৈরি হয়েছে।

[৩] যেখানে সবচেয়ে বেশি অনিশ্চিয়তা ইংল্যান্ডের ক্রিকেটারদের নিয়ে। তবে আইপিএলের দ্বিতীয় অংশে দেখা যেতে পারে নিউজিল্যান্ডের ক্রিকেটারদের। এক সাক্ষাৎকারে এমনই ইঙ্গিত দিয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট।

[৪] হোয়াইট বলেন, আমাদের সামনে অনেক ব্যস্ত সূচি রয়েছে। তাছাড়া আমরা হয়তো ক্রিকেটারদের আইপিএলের দ্বিতীয় অংশে খেলার জন্য অনুমতি দেবো। যদিও এখনও কোন কিছু চূড়ান্ত হয়নি। যদিও সেই সময় পাকিস্তান সফরে যেতে পারে নিউজিল্যান্ড। এখন পর্যন্ত সিরিজ চূড়ান্ত না হলেও ধারণা করা হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তানে খেলতে যেতে পারে কিউইরা। তাতে ২০০৩ সালের পর পাকিস্তানে দেখা যেতে পারে নিউজিল্যান্ডকে।

[৫] বেশ কয়েকজন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হওয়ায় ভারতে অনুষ্ঠিত আইপিএল স্থগিত করা হয়। যেখানে খেলেছেন নিউজিল্যান্ডের বেশ কয়েকজন ক্রিকেটার। যে তালিকায় রয়েছেন কেন উইলিয়ামসন-কাইল জেমিসনরা।

[৬] আইপিএলের এবারের আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন উইলিয়ামসন। রয়ল্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে জেমিসন আর মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলেছেন জিমি নিশাম। এ ছাড়া লোকি ফার্গুসন, টিম সেইফার্ট ও গ্লেন ফিলিপসরাও খেলছেন ভিন্ন ভিন্ন দলের হয়ে। - ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়