শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৭ জুন, ২০২১, ১২:২৮ দুপুর
আপডেট : ২৭ জুন, ২০২১, ১২:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হোয়াইট হাউস ছাড়ার পর প্রথম নির্বাচনী প্রচারণায় ট্রাম্প, শীঘ্রই দেবেন নতুন খবর

লিহান লিমা: [২] যুক্তরাষ্ট্রের ওহাইওতে ২০২২ সালের মধ্যবর্তী নির্বাচনের প্রচারণা করতে দিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আক্ষেপ প্রকাশ করা ছাড়াও ওই নির্বাচনে জালিয়াতির দাবী পুর্নব্যক্ত করেন। এদিন ২০২২ সালের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পুনরায় কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠ করতে সমর্থকদের ভোট চান তিনি। আল জাজিরা

[৩]৯০ মিনিটের ভাষণে ট্রাম্প বলেন, ‘আমরা শীঘ্রই সিনেটের নিয়ন্ত্রণ নেবো, হাউজের, আমেরিকার নিয়ন্ত্রণ নেবো, খুব শীঘ্রই আমরা এটি করবো। আমরা তৃতীয়বারের মতো জয় লাভ করবো।’ ট্রাম্প পুনরায় দাবী করেন, ‘২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচন জালিয়াতিপূর্ণ ছিলো। আমরা ওই নির্বাচনে ভূমিধ্বস বিজয় লাভ করেছিলাম। কিন্তু শতাব্দীর নিকৃষ্টতম কেলেঙ্কারি ও অপরাধ ওই নির্বাচনে ঘটেছে।’ এই সময় তার সমর্থকরা ‘ট্রাম্প জিতেছেন’, ‘আরো চার বছর’ বলে স্লোগান দেন।

[৪]ওহাইর র‌্যালিতে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের তীব্র নিন্দা জানিয়ে তাকে ‘যুক্তরাষ্ট্রের বিপর্যয়’ সম্বোধন করে ট্রাম্প বলেন, শত শত অবৈধ অভিবাসী প্রবেশ বেড়েছে। লাখ লাখ মানুষ আমাদের দেশে প্রবেশ করেছে। বাইডেন আমাদের চোখের সামনে আমাদের দেশকে ধ্বংস করছেন।’

[৫] এরআগে রক্ষণশীল সংবাদমাধ্যম নিউজম্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, শীঘ্রই তিনি সাড়া জাগানো ঘোষণা দেবেন। এ মুহূর্তে তিনি হারানো অঙ্গরাজ্যগুলোতে রিপাবলিকানদের জয়ের জন্য লড়ছেন। ২০২৪ সালের নির্বাচনে শিহরিত হওয়ার মতো ঘটনা ঘটবে। আমরা দেখিয়ে দেবো ২০২০ সালের নির্বাচনে কী পরিমাণ জালিয়াতির ঘটনা ঘটেছিল।’

[৬] পরবর্তী নির্বাচনে বাইডেন হেরে যাবেন কি না এ নিয়ে ট্রাম্প বলেন, দেশে যেভাবে মন্দা শুরু হচ্ছে, তা বাইডেন সামাল দিতে পারবেন না। ট্রাম্প দাবী করেন, তিনি ক্ষমতায় থাকাকালে জ্বালানি পেট্রোলের খুচরা মূল্য গ্যালনপ্রতি দুই ডলারের নিচে ছিল। এখন তা বেড়ে গিয়ে সাড়ে তিন ডলারে পৌঁছেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়