সাকিবুল আলম : [২] ব্যাটল অব ব্রাদার নামের একটি বইয়ে রবার্ট লেসি বিস্তারিতভাবে প্রিন্স ও উইলিয়ামের বিরোধের কথা লেখেন। তিনি আরো বলেন তাদের মধ্যকার উত্তেজনা খুব শীঘ্রই শেষ হওয়ার নয়। ডেইলি মিরর
[৩] রয়্যাল এই লেখক আরো বলেন, মেগান মারকেল কর্মীদের সঙ্গে খুবই নির্দয় আচরণ করে থাকে। চলতি বছরের এপ্রিলে উইলিয়াম ও হ্যারিকে দেখা গিয়েছিলো দাদা প্রিন্স ফিলিপসের শেষকৃত্য অনুষ্ঠানে। তারা এ সময় কথাও বলেছিলো।
[৪] রয়্যাল এ লেখক আরো উল্লেখ করেন, প্রিন্স হ্যারির কয়েকজন বন্ধু ডাচেস অব অ্যাসেক্স তথা মারকেলকে ৫০০ শতাংশ দুঃস্বপ্নের সঙ্গে তুলনা করে।
[৫] প্রিন্স উইলিয়াম রাগান্বিতভাবে বলে, দ্যাখো এই ব্লাডি ওম্যান কীভাবে আমার রাজকর্মীদের সঙ্গে নির্দয় ব্যবহার করে।