রাকিবুল আবির: [২] শুক্রবার মালির যুদ্ধবিদ্ধস্ত সাহেল রাজ্যে একটি অভিযানে ৬ মালিসেনা নিহত হয়। একই দিনে একটি গাড়িতে বোমা হামলায় সংঘবদ্ধ ১৫ জন শান্তিরক্ষী আহত হন। রয়টার্স
[৩] জাতিসংঘ টুইটারে জানায়, মালির উত্তরাঞ্চলে তারকিন্টের নিকটে অস্থায়ী ঘাঁটিতে একটি বোমা হামলার পর গাড়িটিকে সরিয়ে নেওয়ার কাজ চলছে।
[৪] জার্মান প্রতিরক্ষামন্ত্রী অ্যানগ্রেট ক্র্যাম্প কারেনবাউয়ার বলেছেন, আহত শান্তিরক্ষীদের মধ্যে ১২ জন ছিলেন জার্মান, যারে মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর।
[৫] মালির জঙ্গীগোষ্ঠী এ হামলা করেছে বলে ধারণা করা হয়। জঙ্গীগোষ্ঠী দমনের জন্য দেশটিতে ১৩ হাজার শান্তিরক্ষী মতায়ন করেছে জাতিসংঘ।