শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ২৩ জুন, ২০২১, ০২:৩৭ রাত
আপডেট : ২৩ জুন, ২০২১, ০২:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ন্যাশনাল ব্যাংকে বেপরোয়া সিকদার পরিবার (ভিডিও)

চ্যানেল 24 : কোন শিষ্টাচারেরই তোয়াক্কা করছেন না ন্যাশনাল ব্যাংকের পরিচালকদের কেউ কেউ। নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতেই চলে হুমকি-ধমকি। আর সব দেখেও নিশ্চুপ নিয়ন্ত্রক সংস্থার পর্যবেক্ষক। এমনই চিত্র ফুটে উঠেছে ব্যাংকটির ৪৪৬তম পর্ষদ সভায়।

নানা অনিয়ম এবং অব্যবস্থাপনায় বেশ কয়েকদিন ধরেই আলোচনায় বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংক। গত রোববার ব্যাংকটির ৪৪৬তম বোর্ড সভার ভিডিও আসে চ্যানেল 24 প্রকাশ করে। এতে দেখা যায় সভার শুরুতে ঠিক ছিলো সবই। বোর্ড সভার আলোচ্য সূচি তুলে ধরার পরপই বাধে বিপত্তি।

বোর্ডকে না জানিয়ে যেসব ঋণ দেয়ার চেষ্টা করে ব্যাংকটির এমডি তা শুনেই সরাসরি আপত্তি জানান পরিচালক জাকারিয়া তাহের ও মোয়াজ্জেম হোসেন। এ নিয়ে বাদানুবাদে জড়িয়ে পড়েন পরিচালক রন হক সিকদার। প্রকাশ্যই হুমকি-ধামকি দেন তিনি।

তবে ছেড়ে কথা বলেননি দুই পরিচালকও। প্রশ্ন তুলেন এমডির কার্যক্রম ও ভূমিকা নিয়েও।

এক পর্যায়ে তাদের শান্ত করার চেষ্টা করেন সাবেক চেয়ারম্যান জয়নুল হক সিকদারের স্ত্রী ও বর্তমান চেয়ারম্যান। উত্তেজিত পরিস্থিতি দেখেও কোন মন্তব্য করেননি অন্য পরিচালক ও বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক কাজী রফিকুল হাসান। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক জানান, পর্যবেক্ষকের প্রতিবেদনের আলোকে কেন্দ্রিয় ব্যাংক ব্যবস্থা নেবে।

সভায় পরিচালকদের মধ্যে জাকারিয়া তাহের, মোয়াজ্জেম হোসেন, মাবরুর হোসেন ও বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক অনলাইনে অংশ নেন। চেয়ারম্যান, তাঁর দুই ছেলে, এক মেয়ে ও স্বতন্ত্র পরিচালক সভায় যোগ দেন সিকদার পরিবারের ধানমন্ডির বাসা থেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়