শিরোনাম
◈ ২০২৬ সালে ভ্রমণের জন্য সেরা ২০ আন্তর্জাতিক গন্তব্য ◈ ১২ জানুয়ারি ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ◈ গণভোটের প্রচারে সরকারের উদ্যোগ: জনগণকে জানাতে সকল বিভাগে বড় আয়োজন ◈ মোস্তাফিজের শেষ ওভারের ম্যাজিকে ঢাকাকে হারিয়ে রংপুরের শ্বাসরুদ্ধকর জয় ◈ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২, বাতিল ৭২৩ ◈ দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিবর্তনে কূটনৈতিক উদ্যোগে মার খাচ্ছে ভারত ◈ গুমের পেছনে মূলত ছিল রাজনৈতিক উদ্দেশ্য, চূড়ান্ত প্রতিবেদনে কমিশন ◈ দিল্লিতে বসে থাকা ‘বোন’ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান: মোদিকে আসাদুদ্দিন ওয়াইসি ◈ ভেনেজুয়েলায় মার্কিন হামলা, এবার ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া ◈ নির্বাচন সামনে রেখে দেশজুড়ে যৌথবাহিনীর অভিযান শুরু

প্রকাশিত : ২২ জুন, ২০২১, ১০:৫৯ রাত
আপডেট : ২২ জুন, ২০২১, ১০:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঈদুল আজহার পর বশেমুরবিপ্রবি’তে সশরীরে পরীক্ষা নেয়া হবে

মাইনদ্দিন প্রাণ: [২] বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) আগামী ঈদুল আজহার পরে সশরীরে ফাইনাল পরীক্ষা এবং ঈদের আগে বিভাগের মিডটার্ম অনুষ্ঠিত হবে।

[৩[ মঙ্গলবার (২২ জুন) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন রেজিস্ট্রার মোঃ আব্দুর রউফ।

[৪] তিনি বলেন, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ঈদুল আজহার আগে সশরীরে ফাইনাল পরীক্ষা নেয়া সম্ভব নয়। ঈদুল আজহার আগে বিভাগগুলো নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী তাদের মিডটার্ম পরীক্ষা নিতে পারবে। ঈদের পর করোনা পরিস্থিতি বিবেচনা করে সশরীরে সেমিস্টার ফাইনাল শুরু হবে। এক্ষেত্রে চতুর্থ বর্ষকে প্রাধান্য দেয়া হবে।

[৫] বশেমুরবিপ্রবির ২২ তম একাডেমিক কাউন্সিলের সভা আজ (২২ জুন) উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুব এর সভাপতিত্বে সকাল ১১টায় শুরু হয়ে শেষ হয় পৌনে ২টায়। সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষা ও আনুষাঙ্গিক বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
তা হলো-

১. করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ঈদুল আজহার আগে পরীক্ষা গ্রহণ সম্ভব নয়। ঈদের পরে করোনা সংক্রমণ ১০ শতাংশ এর নিচে আসলে ৪র্থ বর্ষকে প্রাধান্য দিয়ে পরীক্ষা গ্রহণ করা হবে। এর পূর্বে পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর করোনা টেস্ট করানো হবে। প্রতিটি পরীক্ষা গ্রহণের সময় কমিয়ে আনা হবে।

২। ঈদের আগে মিডটার্ম পরীক্ষা দেয়ার জন্য বিভাগগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে। কিভাবে মিডের পরীক্ষা গ্রহণ করা হবে অথবা নম্বর বণ্টন করা হবে সে বিষয়ে নিজ নিজ বিভাগ সিদ্ধান্ত গ্রহণ করবে।

৩. বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের করোনা ভ্যাক্সিন প্রদানের বিষয়ে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষের সাথে আলোচনা চলছে। শীঘ্রই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। আগামী জুলাই মাসের ১ তারিখ থেকে করোনা ভ্যাক্সিন গ্রহণের জন্য শিক্ষার্থীদের নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়