সুমাইয়া ঐশী: [২] যোগাসনের যখন উৎপত্তি হয়, তখন ভারতের অস্তিত্বই ছিলো না বলে দাবি করেছেন নেপালের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তিনি বলেন, যোগাসনের উৎপত্তি আসলে নেপালেই। আনন্দবাজার
[৩] এর আগে রামের জন্মভূমি নিয়েও মন্তব্য করে বিতর্ক উসকে দিয়েছিলেন ওলি। রামের জন্মস্থল অযোধ্যা মূলত নেপালে অবস্থিত বলে দাবি ছিলো তার। তিনি বলেন, জনকপুরে ছিলো সীতার জন্মস্থল এবং রামের জন্মভূমি হলো বীরগঞ্জের কাছে থোরিতে। এটিই আসল অযোধ্যা।
[৪] ঐ সময় ভারতের অঞ্চল অযোধ্যাকে নিজেদের মানচিত্রের আওতাভুক্ত করে নেয় নেপাল। এনিয়ে দুই দেশের মধ্যে অসন্তোষেরও সৃষ্টি হয়েছিলো। তবে নেপালের দাবি, চালাকি করে নেপালের সংস্কৃতি ও ঐতিহ্যকে নিজেদের বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে ভারত।