শ্রাবণী কবির: [২] ‘নিখোঁজ’ রাজকুমারী লতিফাকে এবার দেখা গেলো সংযুক্ত আরব আমিরাতের আইরেও। দুবাই শাসকের এই কন্যার নতুন একটি ছবি সামনে এসেছে। ইন্সটাগ্রামে পোস্ট করা এই ছবিতে তাকে এক বান্ধবীর সঙ্গে স্পেনের মাদ্রিদ বিমানবন্দরে দেখা গেছে। দ্য গার্ডিয়ান
[৩] রাজকন্যা লাতিফার এই ছবিটি ইন্সটাগ্রামে পোস্ট করেছেন তার দীর্ঘদিনের বন্ধু সিয়োন্ড টেইলর। ছবিটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘লাতিফার সঙ্গে ইউরোপে ছুটি কাটিয়ে আমি অনেক আনন্দিত।’ ছবিতে লতিফা মাস্ক পরে ছিলেন।
[৪] ফ্রি লাতিফা ক্যাম্পেইনের সহ প্রতিষ্ঠাতা ডেভিড হেই বলেন, ‘আমরা লাতিফাকে স্বাধীনভাবে এমন হাসিখুসি মনে ঘুরে বেরাতে দেখে খুবই আনন্দিত । লাতিফার নিজের পাসপোর্ট আছে বিদেশে ঘুরার জন্য । প্রিন্সেস লাতিফার সঙ্গে আমাদের ক্যাম্পেইনের সদস্যদের সরাসরি কথা হয়েছে। তিনি ভালো আছেন।” সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল