শিরোনাম
◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন

প্রকাশিত : ১৯ জুন, ২০২১, ০৫:৫২ বিকাল
আপডেট : ১৯ জুন, ২০২১, ০৫:৫২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রংপুরে দ্বিতীয় ধাপে প্রধানমন্ত্রীর দেয়া উপহার পেলেন ৭১৫ ভূমিহীন পরিবার

আফরোজা সরকার: [২] বঙ্গবন্ধুরন জন্মশতবার্ষিকী উপলক্ষে রংপুর জেলায় দ্বিতীয় ধাপে ৭১৫ ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহার পাকা বাড়ি পাচ্ছেন। ‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ এই স্লোগান নিয়ে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় যাদের জমি নেই, বাড়ি নেই তাদের পুনর্বাসন করা হবে। এসব সরকারি খাস জমিতে বাড়ি নির্মাণ করা হচ্ছে।

[৩] প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় রংপুরে দ্বিতীয় ধাপে প্রধানমন্ত্রীর দেয়া উপহার হিসেবে রোববার (২০ জুন) ৭১৫ জন ভূমিহীন ও গৃহহীন পাচ্ছে এসব পাকা বাড়ি । এতে মাথা গোঁজার ঠাঁই পাবেন ৭ হাজার ১৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবার।

[৪] জেলার ৮ টি উপজেলার মধ্যে সদরে উপজেলা ১০০টি পরিবার, পীরগঞ্জে ১০০টি পরিবার, পীরগাছায় ৪০টি পরিবার, কাউনিয়া ২০০টি পরিবার, মিঠাপুকুর ৬৫টি পরিবার, তারাগঞ্জে ১০০টি পরিবার, বদগঞ্জে ১০টি পরিবার ও গংগাচড়া ১০০টি পাবেন মাথা গোঁজার ঠাঁই।

[৫] শনিবার (১৯জুন) বেলা সাড়ে ১২টায় রংপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রেফিংয়ে জেলা প্রশাসক আসিব আহসান বলেন, আমাদের বাড়িগুলো নির্মাণ কাজ শেষ হয়েছে। আগামীকাল ঘর গুলো হস্তান্তর করা হবে। জেলা প্রশাসকের পক্ষ থেকে বাড়ি নির্মাণ কাজ ও নির্মাণের মান তদারকি করা হয়েছে।

[৬] তিনি জানান, জেলার ভূমিহীন ও গৃহহীনকে ২ শতাংশ জমি দিয়ে ঘর তৈরি করে দেয়া হচ্ছে। দুই কক্ষ বিশিষ্ট প্রতিটি আধা পাকা ঘরের নির্মাণ ব্যয় ১ লাখ ৯১ হাজার টাকা করে।

[৭] তিনি আরো জানান, এর আগে প্রথম ধাপে জেলায় ১ হাজার ২৭৩টি ভূমি ও গৃহহীন পরিবারকে ২ শতক জমি ও বসত বাড়ি নির্মাণ করে দেয়া হয়েছে। পর্যায়ক্রমে জেলার সব ভূমি ও গৃহহীনদের এ কর্মসূচির আওতায় নিয়ে আসা হবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়