শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৯ জুন, ২০২১, ০৪:০৪ দুপুর
আপডেট : ১৯ জুন, ২০২১, ০৪:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কার্যালয় পরিদর্শন করলেন বিজিএমইএ'র ভাইস-প্রেসিডেন্ট

রিয়াজুর রহমান: [২] ‘সার্ক মানবাধিকার ফাউন্ডেশন’ কেন্দ্রিয় কার্যালয় পরিদর্শন করেন বিজিএমইএ'র ১ম ভাইস-প্রেসিডেন্ট ও ওয়েল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর পরিচালক সৈয়দ নজরুল ইসলাম।

[৩] শনিবার (১৯ জুন) দুপুরে ফাউন্ডেশন'র বনানীস্থ কেন্দ্রিয় কার্যালয়ে সংগঠনের মহাসচিব অধ্যাপক মওলানা আবেদ আলী, ফাউন্ডেশনের নেতৃবৃন্দদের নিয়ে তাঁকে ফুলেল শুভেচ্ছাসহ অভ্যর্থনা জ্ঞাপন করেন।

[৪] এসময় বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে মানবাধিকার সংগঠনের ভূমিকা ও অপরিহার্যতা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

[৫] এতে সংক্ষিপ্ত বক্তব্যে সৈয়দ নজরুল ইসলাম বলেন- বিজিএমইএ ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশন যুগপৎ সহভাগিতাপূর্ণ কার্যক্রম পরিচালনার অঙ্গিকার ব্যক্ত করেন।

[৬] এসময় আনুষ্ঠানিক ভাবে তাঁকে ফাউন্ডেশনের ব্যাজ, উত্তরিয় ও অর্গানোগ্রাম সম্বলিত কার্যবিধির স্মারকগ্রন্থাদি প্রদান করা হয়।

[৭] এছাড়া নেতৃবৃন্দ সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কার্যক্রম সম্পর্কে বিশদভাবে অবহিত করলে বিজিএমইএ এ নেতা উচ্ছাসিত প্রশংসা করেন এবং তাঁর সম্মতি ও সাংগঠনিক সিদ্ধান্তে তাঁকে ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় কমিটির সম্মানিত উপদেষ্টা হিসেবে ঘোষণা প্রদান করেন।

[৮] সংগঠনের মহাসচিব মাওলানা আবেদ আলী তার হাতে বঙ্গবন্ধুকে নিয়ে সম্পাদিত ‘শতবিষয়ে শত লেখকের দৃষ্টিতে বঙ্গবন্ধু’ গ্রন্থটি তুলে দেন।

[৯] এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রিয় কমিটির সহকারি পরিচালক মহিম মিজান, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক জাফর ইকবাল, যুগ্ম -সাধারণ সম্পাদক লায়ন আনোয়ারুল আজিম চৌধুরী, লিয়াকত আলী, মোহাম্মদ ইলিয়াসসহ কেন্দ্রিয় কমিটির নেতৃবৃন্দ। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়