শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ১৯ জুন, ২০২১, ০৪:০৪ দুপুর
আপডেট : ১৯ জুন, ২০২১, ০৪:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কার্যালয় পরিদর্শন করলেন বিজিএমইএ'র ভাইস-প্রেসিডেন্ট

রিয়াজুর রহমান: [২] ‘সার্ক মানবাধিকার ফাউন্ডেশন’ কেন্দ্রিয় কার্যালয় পরিদর্শন করেন বিজিএমইএ'র ১ম ভাইস-প্রেসিডেন্ট ও ওয়েল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর পরিচালক সৈয়দ নজরুল ইসলাম।

[৩] শনিবার (১৯ জুন) দুপুরে ফাউন্ডেশন'র বনানীস্থ কেন্দ্রিয় কার্যালয়ে সংগঠনের মহাসচিব অধ্যাপক মওলানা আবেদ আলী, ফাউন্ডেশনের নেতৃবৃন্দদের নিয়ে তাঁকে ফুলেল শুভেচ্ছাসহ অভ্যর্থনা জ্ঞাপন করেন।

[৪] এসময় বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে মানবাধিকার সংগঠনের ভূমিকা ও অপরিহার্যতা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

[৫] এতে সংক্ষিপ্ত বক্তব্যে সৈয়দ নজরুল ইসলাম বলেন- বিজিএমইএ ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশন যুগপৎ সহভাগিতাপূর্ণ কার্যক্রম পরিচালনার অঙ্গিকার ব্যক্ত করেন।

[৬] এসময় আনুষ্ঠানিক ভাবে তাঁকে ফাউন্ডেশনের ব্যাজ, উত্তরিয় ও অর্গানোগ্রাম সম্বলিত কার্যবিধির স্মারকগ্রন্থাদি প্রদান করা হয়।

[৭] এছাড়া নেতৃবৃন্দ সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কার্যক্রম সম্পর্কে বিশদভাবে অবহিত করলে বিজিএমইএ এ নেতা উচ্ছাসিত প্রশংসা করেন এবং তাঁর সম্মতি ও সাংগঠনিক সিদ্ধান্তে তাঁকে ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় কমিটির সম্মানিত উপদেষ্টা হিসেবে ঘোষণা প্রদান করেন।

[৮] সংগঠনের মহাসচিব মাওলানা আবেদ আলী তার হাতে বঙ্গবন্ধুকে নিয়ে সম্পাদিত ‘শতবিষয়ে শত লেখকের দৃষ্টিতে বঙ্গবন্ধু’ গ্রন্থটি তুলে দেন।

[৯] এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রিয় কমিটির সহকারি পরিচালক মহিম মিজান, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক জাফর ইকবাল, যুগ্ম -সাধারণ সম্পাদক লায়ন আনোয়ারুল আজিম চৌধুরী, লিয়াকত আলী, মোহাম্মদ ইলিয়াসসহ কেন্দ্রিয় কমিটির নেতৃবৃন্দ। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়