নুরে আলম: [২] হত্যা ও ধর্ষণের অপরাধে তাকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। লাইবেরিয়া গৃহযুদ্ধে প্রায় আড়াই লাখ লোক মারা গিয়েছিলো এবং হাজার হাজার মানুষ দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলো। বিবিসি
[৩] সুইস আইন ২০১১ অনুযায়ী যুদ্ধাপরাধ মামলার প্রথম বিচার এটি। ২০১৪ সালে গ্রেফতার হওয়ার আগে কোসিয়া সুইজারল্যন্ডে পালিয়ে যান।
[৪] যুদ্ধাপরাধের সাথে জড়িত থাকা, হত্যা, যৌন সহিংসতার মতো ঘটনায় জড়িত থাকার অপরাধে কোসিয়াকে গ্রেফতার করা হয়। ১৯৯০-এর দশকে দুর্গম লোফা কাউন্টিতে যুদ্ধ করার সময় এসকল অপরাধ করেন তিনি।
[৫] উল্লেখ্য, কোসিয়ার আগে অন্য কোনো লাইবেরিয়ান যুদ্ধাপরাধ মামলায় দোষী সাব্যস্ত হননি। সম্পাদনা: সাকিবুল আলম