শিরোনাম
◈ ইসরায়েল খেললে বিশ্বকাপ ফুটবল বয়কট কর‌বে স্পেন ◈ এ‌শিয়া কা‌পে রা‌তে শ্রীলঙ্কা - আফগা‌নিস্তান মু‌খোমু‌খি, লঙ্কান‌দের জয় দেখার অ‌পেক্ষায় বাংলাদেশ  ◈ আওয়মী লীগ বিহীন বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে দিল্লিতে এখন যে সব চিন্তাভাবনা  ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, চেলসিকে হা‌রি‌য়ে বায়ার্ন মিউ‌নি‌খের শুভ সূচনা ◈ কিশোরগঞ্জ সম্মেলনে যাওয়ার জন্য স্থগিতাদেশ উঠিয়ে দিন, না হলে ভিন্ন পথ নেবো, জানালেন ফজলুর রহমান ◈ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অস্থিরতা ◈ হ‌্যান্ড‌শেক না করায় অপরাধ হিসা‌বে ভারতের ম‌্যাচ ফি ৫০ ভাগ একং ২‌টি ডি‌মে‌রিট প‌য়েন্ট জ‌রিমানা হ‌তে পা‌রে ◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ

প্রকাশিত : ১৬ জুন, ২০২১, ০৮:৪৩ সকাল
আপডেট : ১৬ জুন, ২০২১, ১০:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দাতব্য কাজে প্রায় ২.৭ বিলিয়ন ডলার অনুদান দিলেন বেজোসের সাবেক স্ত্রী ম্যাকেনজি স্কট

আখিরুজ্জামান সোহান: [২] শীর্ষ স্থানীয় ধনী এবং বিশ্বখ্যাত ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের প্রাক্তন স্ত্রী ম্যাকেনজি স্কটের বর্তমান মোট সম্পদের পরিমান প্রায় ৬০ বিলিয়ন মার্কিন ডলার। সম্প্রতি তার মোট সম্পদের একটি অংশ দাতব্য ২৮৬ টি সংগঠনের মাঝে বিতরণের ঘোষণা দিয়েছেন। এই সংগঠনগুলোর মধ্যে রয়েছে শিল্প-সংস্কৃতি, শিক্ষাসহ পশ্চাদপদ জনগোষ্ঠিদের নিয়ে কাজ করা সংগঠন। দ্য ভার্জ

[৩] এ বিষয়ে স্কট তার এক ব্লগ পোস্টের মাধ্যমে বলেন, আমি অর্থগুলো এমন অনুন্নত এবং অবহেলিত জায়গায় ব্যয় করতে চাই, যারা সত্যিকার অর্থেই এই সাহায্য প্রাপ্তির যোগ্য। বিবিসি

[৪] গত ডিসেম্বরের হিসেব অনুযায়ী স্কট মাত্র চার মাসের মধ্যে প্রায় ৪ বিলিয়ন নগদ অর্থ বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানে অনুদান প্রদান করেন। তার মধ্যে নারী নেতৃত্বাধীন চ্যারিটি সংগঠন, ফুড ব্যাংক এবং কৃষ্ণাঙ্গ কলেজও রয়েছে।

[৫] ম্যাকেনজি স্কট বর্তমানে বিশ্বের মধ্যে তৃতীয় শীর্ষস্থানীয় ধনী মহিলা। তার এই বিশাল সম্পদের বেশীরভাগ অংশই এসেছে ২০১৯ সালে বিচ্ছেদ ঘটা প্রাক্তন স্বামী বিশ্বের সর্বোচ্চ ধনী জেফ বেজোসের কল্যানে। স্কট এবং বেজোস বিবাহ বন্ধনে আবদ্ধ হয় ১৯৯৩ সালে, এরপর প্রায় দীর্ঘ ২৬ বছর পর বিবাহবিচ্ছেদ ঘটে এই দম্পতির।

[৬] ১৯৯৪ সালে গড়া প্রতিষ্ঠান অ্যামাজনের সাথে চুক্তি অনুযায়ী প্রায় ৪ শতাংশ শেয়ারের মালিক বনে যান স্কট। ফোর্বসের সর্বশেষ তথ্য অনুযায়ী, অনুদান প্রদানের পর স্কটের বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ৫৯.৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। প্রাপ্ত এই বিপুল পরিমাণ অর্থ মানবকল্যাণে ব্যয় করতে ইতোমধ্যেই একটি রিচার্জ টিম গঠন করেছেন, বলে ব্লগ পোস্টে জানিয়েছেন স্কট ম্যাকেনজি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়