শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১৬ জুন, ২০২১, ০৮:৪৩ সকাল
আপডেট : ১৬ জুন, ২০২১, ১০:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দাতব্য কাজে প্রায় ২.৭ বিলিয়ন ডলার অনুদান দিলেন বেজোসের সাবেক স্ত্রী ম্যাকেনজি স্কট

আখিরুজ্জামান সোহান: [২] শীর্ষ স্থানীয় ধনী এবং বিশ্বখ্যাত ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের প্রাক্তন স্ত্রী ম্যাকেনজি স্কটের বর্তমান মোট সম্পদের পরিমান প্রায় ৬০ বিলিয়ন মার্কিন ডলার। সম্প্রতি তার মোট সম্পদের একটি অংশ দাতব্য ২৮৬ টি সংগঠনের মাঝে বিতরণের ঘোষণা দিয়েছেন। এই সংগঠনগুলোর মধ্যে রয়েছে শিল্প-সংস্কৃতি, শিক্ষাসহ পশ্চাদপদ জনগোষ্ঠিদের নিয়ে কাজ করা সংগঠন। দ্য ভার্জ

[৩] এ বিষয়ে স্কট তার এক ব্লগ পোস্টের মাধ্যমে বলেন, আমি অর্থগুলো এমন অনুন্নত এবং অবহেলিত জায়গায় ব্যয় করতে চাই, যারা সত্যিকার অর্থেই এই সাহায্য প্রাপ্তির যোগ্য। বিবিসি

[৪] গত ডিসেম্বরের হিসেব অনুযায়ী স্কট মাত্র চার মাসের মধ্যে প্রায় ৪ বিলিয়ন নগদ অর্থ বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানে অনুদান প্রদান করেন। তার মধ্যে নারী নেতৃত্বাধীন চ্যারিটি সংগঠন, ফুড ব্যাংক এবং কৃষ্ণাঙ্গ কলেজও রয়েছে।

[৫] ম্যাকেনজি স্কট বর্তমানে বিশ্বের মধ্যে তৃতীয় শীর্ষস্থানীয় ধনী মহিলা। তার এই বিশাল সম্পদের বেশীরভাগ অংশই এসেছে ২০১৯ সালে বিচ্ছেদ ঘটা প্রাক্তন স্বামী বিশ্বের সর্বোচ্চ ধনী জেফ বেজোসের কল্যানে। স্কট এবং বেজোস বিবাহ বন্ধনে আবদ্ধ হয় ১৯৯৩ সালে, এরপর প্রায় দীর্ঘ ২৬ বছর পর বিবাহবিচ্ছেদ ঘটে এই দম্পতির।

[৬] ১৯৯৪ সালে গড়া প্রতিষ্ঠান অ্যামাজনের সাথে চুক্তি অনুযায়ী প্রায় ৪ শতাংশ শেয়ারের মালিক বনে যান স্কট। ফোর্বসের সর্বশেষ তথ্য অনুযায়ী, অনুদান প্রদানের পর স্কটের বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ৫৯.৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। প্রাপ্ত এই বিপুল পরিমাণ অর্থ মানবকল্যাণে ব্যয় করতে ইতোমধ্যেই একটি রিচার্জ টিম গঠন করেছেন, বলে ব্লগ পোস্টে জানিয়েছেন স্কট ম্যাকেনজি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়