শিরোনাম
◈ নির্বাচন-গণভোট একই দিনে: ইসিকে এমপাওয়ার করতে আসছে নতুন আইন ◈ বাণিজ্য, শিক্ষা, সংযোগে নতুন উদ্যোগ—ভুটান প্রধানমন্ত্রীর সফরে উভয় দেশের সন্তোষ ◈ স্থলপথে গত বছরে ভারত ভ্রমণ ১৮ লাখ ৫৯ হাজার; রাজস্ব আয় প্রায় ১৫০ কোটি টাকা ◈ বাংলাদেশে কম্পনের পর কম্পন—কেন হচ্ছে, কী বলছে বিশেষজ্ঞরা ◈ চরম নাটকীয়তার পর পাকিস্তানের কাছে সুপার ওভারে হে‌রে গে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশকে কর্মী নিয়োগ নিয়ে সুখবর দিল সৌদি আরব ◈ খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে ইনফেকশন হয়েছে, আগামী ১২ ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ: ডা. সিদ্দিকী (ভিডিও) ◈ যে কারণে ক্ষমা চাইলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল! ◈ ৬ ডিসেম্বর বাবরি মসজিদ শিলান্যাস ঘোষণা নিয়ে চরম রাজনৈতিক উত্তেজনা ◈ বিজয় দিবসকে সামনে রেখে তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে

প্রকাশিত : ১৪ জুন, ২০২১, ০৬:১২ বিকাল
আপডেট : ১৪ জুন, ২০২১, ০৬:১২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সম্মেলন শেষে জি-৭ এর দেওয়া বিবৃতির তীব্র নিন্দা চীনের

সুমাইয়া ঐশী: [২] বিশ্ব নেতাদের প্রতি পরচর্চা বন্ধের আহ্বান করেছে যুক্তরাজ্যের চীনা দূতাবাস।

[৩] বিশ্বের ক্ষমতাশালী সাতটি দেশের জোট জি-৭ এর তিনদিন ব্যাপী সম্মেলন শেষে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। এনিয়ে অসন্তোষ প্রকাশ করেছে চীন। বিবৃতিতে চীনকে মানবাধিকারের প্রতি সম্মান দেখানোর পরামর্শ দেওয়া হয়, আর এখানেই অভিযোগ তুলেছে দেশটি। বিবিসি

[৪] জি-৭ এর ঐ বিবৃতিতে চীনের উইঘুর মুসলিমদের প্রতি অত্যাচার এবং হংকংয়ের গণতন্ত্রপন্থীদের ওপর দেশটির আক্রমণাত্মক আচরণ নিয়ে প্রশ্ন তোলা হয়। এর প্রতিবাদে চীনের পক্ষ থেকে পাল্টা বিবৃতি দিয়ে বলা হয়, সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে। বিশ্ব নেতাদের প্রতি পরনিন্দা করার প্রবণতা বন্ধের আহ্বান জানায় চীন। সেখানে স্পষ্টভাবেই বলা হয়, চীনের অভ্যন্তরীন বিষয়ে নাক গলানোর অভ্যাস ত্যাগ করতে হবে জি-৭ নেতাদের। রয়টার্স

[৫] জি-৭ এর বিবৃতিটিতে যেভাবে চীনকে নিয়ে কথা বলা হয়েছে, তাতে প্রকাশ্যে সন্তুষ্টি প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এনিয়ে অবশ্য চীন বলছে, যুক্তরাষ্ট্রের মতো কিছু দেশ উদ্দেশ্য প্রণোদিতভাবেই চীন সম্পর্কে অপপ্রচার চালাচ্ছে। টাইমস অব ইন্ডিয়া

[৭] অন্যদিকে, সোমবার ব্রুসেলসে একদিনের সম্মেলনে বসছেন ন্যাটো নেতারা। বৈঠক শেষে ন্যাটো জোটের পক্ষ থেকে চীন সম্পর্কে আরো কঠোর বার্তা আসবে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে ন্যাটোর মহাসচিব জেনস স্টোলেনবার্গ বলেন, আমরা সকলেই জানি, চীন আমাদের মূল্যবোধের সঙ্গে তাল মিলিয়ে চলছে না। একই জোটের সদস্য হিসেবে আমাদের একসঙ্গে থাকাটা অত্যন্ত জরুরি। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়