শিরোনাম
◈ ভিসা নিয়ে বাংলাদেশকে বড় দুঃসংবাদ দিল অস্ট্রেলিয়া ◈ নির্বাচনী মাঠ ছাড়ছেন বিদ্রোহীরা, স্বস্তিতে বিএনপি-জোট ◈ মহাকাশ অভিযানে বড় ধাক্কা, যান্ত্রিক ত্রুটিতে ১৬ স্যাটেলাইটের নিয়ন্ত্রণ হারাল ভারত ◈ ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’—মুসাব্বির হত্যা মামলায় বিস্মিত আদালত ◈ ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের দাওয়াতে যাওয়া নিয়ে বাক-বিতন্ডা, সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত ◈ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ ◈ নির্বাচনের আগে ঘুরে দাঁড়ালো অর্থনীতি, প্রশংসিত ড. ইউনূসের নেতৃত্ব ◈ তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে ক্ষমতায় টিকে থাকার মাস্টারপ্ল্যান ছিল: তদন্ত কমিটির প্রতিবেদনে বিচারপতি শামীম ◈ বা‌র্সেলেনার কা‌ছে শি‌রোপা হারা‌নোর পর সুপার কাপকে কম গুরুত্বপূর্ণ বললেন রিয়াল মা‌দ্রিদ কোচ ◈ প্রাক-নির্বাচনী জরিপে জামায়াতের চেয়ে ১.১% এগিয়ে বিএনপি

প্রকাশিত : ১২ জুন, ২০২১, ১২:২০ দুপুর
আপডেট : ১২ জুন, ২০২১, ১২:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘যন্ত্রণা’ ছবির চিত্রনাট্য পড়ে মনে হলো আমার কিছু করার আছে: জাহারা মিতু

ইমরুল শাহেদ: এখনো কোনো ছবি মুক্তি পায়নি। কিন্তু আলোচনায় আছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খ্যাত অভিনেত্রী জাহারা মিতু। তিনি শাকিব খান ও কলকাতার দেবের পর এবার বাপ্পী চৌধুরীর বিপরীতে তৃতীয় ছবি অপূর্ব রানা পরিচালিত ‘যন্ত্রণা’য় কাজ শুরু করতে যাচ্ছেন। তিনি বলেন, এছাড়া আরো দুটি ছবিতে তার চুক্তিবদ্ধ হওয়া আছে। সেগুলো শুরু না হওয়া পর্যন্ত তিনি সেগুলোর নাম জানান দিতে চান না।

‘যন্ত্রণা’ ছবিটি নিয়ে তিনি পূর্বাহ্নে বলেছিলেন তিনি ছবিটি করবেন না। কারণ তার কাছে চরিত্র পছন্দ হয়নি। জাহারা মিতুকে এ বিষয়টি মনে করিয়ে দিলে তিনি বলেন, ‘বলেছিলাম। কারণ গল্পটা আমাকে মুখে মুখে বলেছিল। গল্প শুনে মনে হয়েছিল ছবিটিতে আসলে আমার করার কিছু নেই। পরে আমাকে যখন চিত্রনাট্য পাঠানো হলো, তখন চিত্রনাট্য পড়ে মনে হলো আমার অনেক কিছুই করার আছে এবং ছবিটি করা যায়।’

পরিচালক অপূর্ব রানা গণমাধ্যমকে বলেছেন, ‘বাপ্পী-মিতু দুজনের লুক সেট নিয়ে ফটোশুট করেছি। সব ঠিক থাকলে পর্যটন এলাকায় ২২ জুন থেকে দ্বিতীয় ধাপের শুটিং করার কথা ভাবছি। তবে সেটা নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর।’

এর আগে চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি জাহারা মিতুকে চূড়ান্ত না করে আরেক নায়িকা প্রিয়াংকা জামান ও নায়ক বাপ্পি চৌধুরীকে নিয়ে পূবাইল লোকেশনে ছবিটির কাজ শুরু হয়। নিজের চরিত্র নিয়ে জাহারা মিতু গণমাধ্যমকে বলেছেন, ছবিটিতে তাকে অনিমা চরিত্রে দেখা যাবে। ধনীর দুলারি এই তরুণীকে নিয়েই এগিয়ে যাবে গল্প। তবে এটি নারীকেন্দ্রিক ছবি নয়। ২০১৭ সালে ‘সুপারমডেল বাংলাদেশ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন জাহারা মিতু। এ ছাড়া ২০১৯ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় তিনি প্রথম রানারআপ হয়েছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়