শিরোনাম
◈ আইসিসি প্রকাশ করল টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন সূচি, বাংলাদেশকে নিয়ে দিলো বার্তা ◈ বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে জামায়াতে ইসলামী ক্ষমতায় আসতে পারবে না : হর্ষবর্ধন শ্রিংলা (ভিডিও) ◈ নিরপেক্ষ থেকে নির্বাচনে দায়িত্ব পালনে আইজিপির নির্দেশ ◈ সাফ ফুটসালের শেষ ম্যাচে নেপালের কাছে পরা‌জিত বাংলা‌দেশ ◈ আচরণবিধি লঙ্ঘন, সারজিস আলম ও নওশাদকে শোকজ ◈ ‘বাংলাদেশের প্রতি অবিচার করেছে আইসিসি’ ◈ বাংলাদেশকে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে যা জানিয়েছে আইসিসি ◈ বিশ্বকাপ বাছাইয়ে এবার আয়ারল‌্যান্ড‌কে হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ গণভোটে "হ্যাঁ"র পক্ষে প্রচার চালাতে সরকারী কর্মকর্তাদের সামনে কোনও আইনগত বাধা নেই: অধ্যাপক আলী রীয়াজ ◈ ধর্ম ও বিকাশ দিয়ে ভোট কেনা আচরণবিধির লঙ্ঘন নয়, প্রশ্ন রিজভীর

প্রকাশিত : ১২ জুন, ২০২১, ১২:২০ দুপুর
আপডেট : ১২ জুন, ২০২১, ১২:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘যন্ত্রণা’ ছবির চিত্রনাট্য পড়ে মনে হলো আমার কিছু করার আছে: জাহারা মিতু

ইমরুল শাহেদ: এখনো কোনো ছবি মুক্তি পায়নি। কিন্তু আলোচনায় আছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খ্যাত অভিনেত্রী জাহারা মিতু। তিনি শাকিব খান ও কলকাতার দেবের পর এবার বাপ্পী চৌধুরীর বিপরীতে তৃতীয় ছবি অপূর্ব রানা পরিচালিত ‘যন্ত্রণা’য় কাজ শুরু করতে যাচ্ছেন। তিনি বলেন, এছাড়া আরো দুটি ছবিতে তার চুক্তিবদ্ধ হওয়া আছে। সেগুলো শুরু না হওয়া পর্যন্ত তিনি সেগুলোর নাম জানান দিতে চান না।

‘যন্ত্রণা’ ছবিটি নিয়ে তিনি পূর্বাহ্নে বলেছিলেন তিনি ছবিটি করবেন না। কারণ তার কাছে চরিত্র পছন্দ হয়নি। জাহারা মিতুকে এ বিষয়টি মনে করিয়ে দিলে তিনি বলেন, ‘বলেছিলাম। কারণ গল্পটা আমাকে মুখে মুখে বলেছিল। গল্প শুনে মনে হয়েছিল ছবিটিতে আসলে আমার করার কিছু নেই। পরে আমাকে যখন চিত্রনাট্য পাঠানো হলো, তখন চিত্রনাট্য পড়ে মনে হলো আমার অনেক কিছুই করার আছে এবং ছবিটি করা যায়।’

পরিচালক অপূর্ব রানা গণমাধ্যমকে বলেছেন, ‘বাপ্পী-মিতু দুজনের লুক সেট নিয়ে ফটোশুট করেছি। সব ঠিক থাকলে পর্যটন এলাকায় ২২ জুন থেকে দ্বিতীয় ধাপের শুটিং করার কথা ভাবছি। তবে সেটা নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর।’

এর আগে চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি জাহারা মিতুকে চূড়ান্ত না করে আরেক নায়িকা প্রিয়াংকা জামান ও নায়ক বাপ্পি চৌধুরীকে নিয়ে পূবাইল লোকেশনে ছবিটির কাজ শুরু হয়। নিজের চরিত্র নিয়ে জাহারা মিতু গণমাধ্যমকে বলেছেন, ছবিটিতে তাকে অনিমা চরিত্রে দেখা যাবে। ধনীর দুলারি এই তরুণীকে নিয়েই এগিয়ে যাবে গল্প। তবে এটি নারীকেন্দ্রিক ছবি নয়। ২০১৭ সালে ‘সুপারমডেল বাংলাদেশ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন জাহারা মিতু। এ ছাড়া ২০১৯ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় তিনি প্রথম রানারআপ হয়েছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়