শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ১১ জুন, ২০২১, ০৬:০৬ বিকাল
আপডেট : ১১ জুন, ২০২১, ০৬:০৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতে দৈনিক সংক্রমণ এক লাখের নিচে হলেও ২৪ ঘণ্টায় মৃত্যু ৩ হাজারের বেশি

সুমাইয়া ঐশী : [২] বৃহস্পতিবার ভারতে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছিলো ৬ হাজার। তবে বলা হয়, ঐ দিন বিহার অতিরিক্ত মৃত্যুর তথ্য প্রকাশ করায় মোট সংখ্যা বেড়েছে। তবে শুক্রবার চিত্রটা দাঁড়ালো ভিন্ন। গত ২৪ ঘণ্টায় দেশটিকে মৃত্যুর সংখ্যা ৩ হাজার ৪০৩। আনন্দবাজার, এনডিটিভি

[৩] কর্নাটক, কেরালা ও তামিলনাড়ুতে দৈনিক মৃত্যুর সংখ্যা তেমন না কমলেও মহারাষ্ট্রে একদিনে এ সংখ্যা প্রায় ২ হাজারের কাছাকাছি। শুক্রবার এই রাজ্যে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯১৫। এনিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা হলো ৩ লাখ ৬৩ হাজার ৭৯। ওয়ার্ল্ডোমিটার
[৪] ভারতে এখন করোনার দৈনিক সংক্রমণ ১ লাখের নিচে নেমেছে। ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৯১ হাজার ৭০২ জন। মোট শনাক্ত ২ কোটি ৯২ লাখ ৭৪ হাজার ৮২৩।

[৫] দৈনিক সংক্রমণের হারও কমেছে, নেমেছে ৫ শতাংশের নিচে। ২৪ ঘণ্টায় দেশটিকে করোনা পরীক্ষা করা হয়েছে ২০ লাখ ৪৪ হাজার ১৩১টি। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৪.৪০ শতাংশ। মোট পরীক্ষা হয়েছে ৩৭ কোটি ৪২ লাখ ৪২ হাজার ৩৮৪। মোট টেস্টের তুলনায় শনাক্তের হার ৭.৮২ শতাংশ।

[৬] ২৪ ঘণ্টায় ভ্যাকসিন নিয়েছেন ৩২ লাখ ৭৪ হাজার ৬৭২জন। দেশটিতে এ পর্যন্ত মোট টিকা নিয়েছেন ২৪ কোটি ৬০ লাখ ৮৫ হাজার ৬৪৯ জন। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়