শিরোনাম
◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল ◈ তত্ত্বাবধায়ক সরকার প্রধানের বিষয়ে যা জানালেন শিশির মনির ◈ বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার চূড়ান্ত অনুমোদন ◈ ১৯ দিনে প্রবাসী আয় ২ বিলিয়ন ডলার ◈ ডাকসু সদস্য রাফিয়ার বাড়িতে ককটেল নিক্ষেপ, আগুন ◈ জার্মা‌নি‌কে হা‌রি‌য়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালের পথে ভারত ◈ ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে কেবল দুধেল গাভী হিসেবে দেখেন ◈ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের প্রধান উপদেষ্টার শুভেচ্ছা ◈ নারী বিশ্বকাপ কাবা‌ডি‌তে চাই‌নিজ তাই‌পের কা‌ছে হে‌রে গে‌লো ইরান

প্রকাশিত : ১১ জুন, ২০২১, ০৬:০৬ বিকাল
আপডেট : ১১ জুন, ২০২১, ০৬:০৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতে দৈনিক সংক্রমণ এক লাখের নিচে হলেও ২৪ ঘণ্টায় মৃত্যু ৩ হাজারের বেশি

সুমাইয়া ঐশী : [২] বৃহস্পতিবার ভারতে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছিলো ৬ হাজার। তবে বলা হয়, ঐ দিন বিহার অতিরিক্ত মৃত্যুর তথ্য প্রকাশ করায় মোট সংখ্যা বেড়েছে। তবে শুক্রবার চিত্রটা দাঁড়ালো ভিন্ন। গত ২৪ ঘণ্টায় দেশটিকে মৃত্যুর সংখ্যা ৩ হাজার ৪০৩। আনন্দবাজার, এনডিটিভি

[৩] কর্নাটক, কেরালা ও তামিলনাড়ুতে দৈনিক মৃত্যুর সংখ্যা তেমন না কমলেও মহারাষ্ট্রে একদিনে এ সংখ্যা প্রায় ২ হাজারের কাছাকাছি। শুক্রবার এই রাজ্যে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯১৫। এনিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা হলো ৩ লাখ ৬৩ হাজার ৭৯। ওয়ার্ল্ডোমিটার
[৪] ভারতে এখন করোনার দৈনিক সংক্রমণ ১ লাখের নিচে নেমেছে। ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৯১ হাজার ৭০২ জন। মোট শনাক্ত ২ কোটি ৯২ লাখ ৭৪ হাজার ৮২৩।

[৫] দৈনিক সংক্রমণের হারও কমেছে, নেমেছে ৫ শতাংশের নিচে। ২৪ ঘণ্টায় দেশটিকে করোনা পরীক্ষা করা হয়েছে ২০ লাখ ৪৪ হাজার ১৩১টি। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৪.৪০ শতাংশ। মোট পরীক্ষা হয়েছে ৩৭ কোটি ৪২ লাখ ৪২ হাজার ৩৮৪। মোট টেস্টের তুলনায় শনাক্তের হার ৭.৮২ শতাংশ।

[৬] ২৪ ঘণ্টায় ভ্যাকসিন নিয়েছেন ৩২ লাখ ৭৪ হাজার ৬৭২জন। দেশটিতে এ পর্যন্ত মোট টিকা নিয়েছেন ২৪ কোটি ৬০ লাখ ৮৫ হাজার ৬৪৯ জন। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়