এইচ এম মিলন : [২] মহামারী করোনার কারনে সরকারিভাবে দেশের সকল শিক্ষা-প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে বন্ধ রাখা হয়েছে। কিন্তু এতে করে সাধারন শিক্ষার্থীদের লেখা-পড়ায় চরমভাবে ব্যাঘাত ঘটনার কারনে সকল শিক্ষা-প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে মাদারীপুরের কালকিনি উপজেলা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
[৩] বৃহস্পতিবার (১০ জুন) সকালে উপজেলা চত্বরে ঘন্টাব্যাপী এ কর্মসুচি পালন করা হয়। এতে উপজেলা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সভাপতি মুহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মুহাম্মদ আলী আকবর, ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি মুহাম্মদ তামিম হুশাইন ও মুহাম্মদ নাঈম ইসলাম প্রমুখ। সম্পাদনা : সাদেক আলী