শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০৮ জুন, ২০২১, ০১:২৫ দুপুর
আপডেট : ০৮ জুন, ২০২১, ০১:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষ ট্রাক ড্রাইভার নিহত

জিএম মিজান : [২] বগুড়ায় বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে আবুল হোসেন (৪০) নামে এক ট্রাক ড্রাইভার ঘটনাস্থলেই নিহত হয়েছে। বাসটি আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোর সোয়া ৫টায় ঢাকা রংপুর মহাসড়কের বগুড়া বারপুর এলাকার এসওএস স্কুল সংলগ্ন সুবিল ব্রীজের উপর এই দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার কুলিয়ারচর গ্রামের মৃত সবুজ হোসেনের ছেলে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠিয়াছে।

[৩] জানা যায়, রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী সবজি (টমেটো) বাহী একটি মিনি ট্রাক যাহার নং (ঢাকা মেট্রো ন-১৯-৩৪৪০) এর সাথে ঢাকা থেকে ছেড়ে আসা নাবিল পরিবহন (ঢাকা মেট্রো ব-১৪-৭২৭৯) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের ড্রাইভারের মৃত্যু হয় এবং হলপার পালিয়ে যায়। পুলিশ নাবিল পরিবহন নামে বাসটি আটক করেছে এবং দুর্ঘটনার শিকার ট্রাকটি উদ্ধার করে তাদের হেফাজতে নিয়েছে।

[৪] ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের একটি টিম, উপশহর পুলিশ ফাঁড়ির একটি টিম ও ফায়ার সার্ভিস এর সদস্যরা উপস্থিত থেকে যান চলাচল স্বাভাবিক করে। পুলিশ দুর্ঘটনার শিকার ট্রাকের ভেতর থেকে গাজা সেবনের সরঞ্জামাদি উদ্ধার করেছে। তা থেকে ধারনা করা হচ্ছে ট্রাকের ড্রাইভার অতিরিক্ত গাজা সেবন করায় এই দুর্ঘটনাটি ঘটেছে।

[৫] উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) আব্দুর রশিদ এ প্রতিবেদক-কে বলেন, নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সদস্যদের সাথেও যোগাযোগ করা হয়েছে এবং দুর্ঘটনার পরপরই হাইওয়ে পুলিশের সহায়তায় ক্ষতিগ্রস্ত ট্রাকটি রাস্তা থেকে সরিয়ে আনা হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক আছে। সম্পাদনা : সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়