ফরহাদ আমিন: [২]কক্সবাজারের টেকনাফ ও উখিয়া শরনার্থী ক্যাম্পে পৃথক পাহাড় ধসে নারীসহ দুই রোহিঙ্গা নিহত হয়েছে।
[৩] শনিবার দুপুরে চাকমারকুল ২১নম্বর ক্যাম্পে বল্কএ-২/ ও উখিয়া ১২ নম্বর ক্যাম্পের জে ব্লকে এ ঘটনা ঘটে।
[৪] নিহতরা হলেন,হোয়াইক্যং ইউপি চাকমারকুল ক্যাম্প ২১, ব্লক-এ/২বাসিন্দা শাকেরের স্ত্রী নুর হাসিনা (২০) ও উখিয়ার ময়নার ঘোনা১২নম্বর ক্যাম্পের জে ব্লকের বাসিন্দা অছিউর রহমানের ছেলে রফিক উল্লাহ।
[৫] এ তথ্য নিশ্চিত করেছেন১৬আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ তারিকুল ইসলাম।তিনি বলেন,হোয়াইক্যং ইউপি চাকমারকুল ২১নং ক্যাম্পের ব্লক-এ/২ এলাকায় বসতঘর সংলগ্ন পাহাড়ে প্রচণ্ড বৃষ্টিতে হঠাৎ ধসে পড়ে।এতে নারী শরণার্থী নুর হাসিনা চাপা পড়ে যায়। উক্ত ঘটনার খবর পেয়ে ক্যাম্পের অভ্যন্তরে টহলরত এপিবিএন পুলিশ সদস্যরা আশে-পাশের লোকজন তাৎক্ষণিক উদ্ধার করে তাকে ক্যাম্পের সেভ দ্যা সিলড্রেন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
[৬] তিনি আরো বলেন, এছাড়া একইদিন উখিয়ার ময়নাঘোনা ১২নম্বর ক্যাম্পের জে ব্লকের রফিক উল্লাহ নামের এক ব্যক্তিও পাহাড় ধসে নিহত হয়েছেন।ক্যাম্প সংশ্লিষ্ট প্রশাসনের অনুমতি স্বাপেক্ষে নিহতদের দাফনের অনুমতি দেওয়া হয়েছে। সম্পাদনা: সাদেক আলী