শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০৫ জুন, ২০২১, ০৪:৫৬ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২১, ০৫:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মালিবাগ চৌধুরীপাড়ায় বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে দুই শিশুসহ নিহত ৩

মোস্তাফিজুর রহমান: [২] রাজধানীর হাতিরঝিল থানাধীন মালিবাগ চৌধুরীপাড়ায় বৃষ্টির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবিনা পাখি (১০) নামের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। অপর দুইজন ১৪ বছরের কিশোরী সোমা এবং ৬৫ বছরের আবুল মালিবাগ কমিউনিটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শনিবার (৫ জুন) দুপুর ২ টায় টায় এ ঘটনা ঘটে।

[৩] হাসপাতালে নিয়ে আসা হাবিব জানান, বৃষ্টির সময় চৌধুরীপাড়া আমার বাসার সামনে অন্যান্য শিশুর সঙ্গে খেলাধুলা করছিল। বাসার সামনে বৃষ্টির জমে থাকা পানিতে শিশুটি অচেতন হয়ে পড়ে। অচেতন অবস্থায় শিশুটিকে উদ্ধার করে পৌনে তিনটার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

[৪] শিশুটির মা কুলসুম আক্তার জানান, বৃষ্টির সময় আমার মেয়ে ঝুমা নামের শিশুসহ কয়েকজন শিশু মিলে বৃষ্টির সময় পানিতে ভিজে খেলাধুলা করছিলো। তখন বাসার সামনেই জমে থাকা পানিতে অচেতন হয়ে পড়ে।

[৫] তিনি আরও বলেন, পাশেই টিনের ঘর হয়তো বৃষ্টির জমে থাকা পানিতে বিদ্যুতায়িত হয়েছিল। পরে সেখানে অন্য একটি মেয়ে ঝুমা আমার মেয়েকে ধরতে গেলে সে অচেতন হয়ে পড়ে। তাদেরকে বাচাতে গিয়ে এক বৃদ্ধ ব্যক্তিও অচেতন হয়ে পরে। ওই দুজনকে অন্য হাসপাতলে নেওয়া হয়েছে যতটুকু জানতে পেরেছি। আর আমার মেয়ে সাবিনাকে স্থানীয়রা ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

[৬] ঢামেক পুলিশ ক্যাম্পের এসআই বাচ্চু মিয়া বলেন, কন্যা শিশুটির মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানায় বিষয়টি অবগত করা হয়েছে।

[৭] মৃতা শিশু সাবিনা ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার চর মানিকপুর গ্রামের রিকশাচালক মহসিনের মেয়ে।
এক ভাই এক বোনের মধ্যে সে ছিল বড়।

[৮] বর্তমানে চৌধুরীপাড়া আবুল হোটেলের পিছনে সোনা মিয়ার গলিতে মাজেদার বাড়িতে পরিবারের সাথে ভাড়া বাসায় থাকত।
এক ভাই এক বোনের মধ্যে সে ছিল বড়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়