শিরোনাম
◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা

প্রকাশিত : ০৩ জুন, ২০২১, ০৭:৪১ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২১, ০৭:৪১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেবাকালে সদস্যদের বিভিন্ন সুবিধা দিচ্ছে ঢাকা ক্রেডিট

ভিকটর রোজারিও: দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিডেট, ঢাকার (ঢাকা ক্রেডিট) সেবাকালের উদ্বোধন হলো মঙ্গলবার। চলবে আগামী ২৬ জুন পর্যন্ত। এ সময় খেলাপি ঋণ এককালীন পরিশোধে শতভাগ জরিমানা মওকুফ করাসহ বিভিন্ন সুবিধা দিয়েছে সমবায় প্রতিষ্ঠানটি। এ দিন সমিতির হল রুমে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা, দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভ লিমিটেডের চেয়ারম্যান নির্মল রোজারিও, ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট আলবার্ট আশিস বিশ্বাস ও সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া।

সমিতির প্রধান নির্বাহী কর্মকর্তা লিটন টমাস রোজারিও বলেন, বৈশ্বিক করোনা মহামারীর কারণে অনেক সদস্য কর্মহীন ও উপার্জনহীন হয়ে পড়েছেন। ফলে অনেক সদস্যই ঋণ খেলাপি হয়ে পড়েছেন। তাই সদস্যরা যেন এ সংকটময় অবস্থা থেকে বের হতে পারেন সে কথা বিবেচনা করে যারা খেলাপি ঋণ পরিশোধ করবেন, তাদের বেশ কিছু সুবিধা প্রদান করা হচ্ছে এ সেবাকালে।

তিনি উল্লেখ করেন, সুবিধাগুলোর মধ্যে রয়েছে খেলাপি ঋণ এককালীন পরিশোধে ১০০ শতাংশ জরিমানা মওকুফ করা, মেয়াদোত্তীর্ণ খেলাপি ঋণের টাকা এককালীন পরিশোধ করলে ১০০ শতাংশ ঋণের জরিমানা ও সুদের সর্বোচ্চ ২০ শতাংশ মওকুফ করা, করোনা চলাকালীন সময়ে (গত বছরের মার্চ হতে) যারা কিস্তি প্রদানে ব্যর্থ হয়েছেন তারা একটি কিস্তি পরিশোধ করলে তাদের ১০০ শতাংশ জরিমানা মওকুফ করা। এছাড়া কার্ড সিস্টেমের ঋণ পরিশোধের সুবিধা গ্রহণকারীগণ ফ্রিজ করা বকেয়া সুদ ও জরিমানা এককালীন পরিশোধ করলে তার গৃহিত ঋণটি রিসিডিউল করা হবে এবং জামিনদারগণ সুবিধা, ১২ মাস বা তদুর্ধ্ব খেলাপি ঋণের ৩ মাসের কিস্তি ও সমুদয় সুদ পরিশোধ করলে ৫০ শতাংশ জরিমানা মওকুফ করা। খেলাপি ঋণ পুনঃতফশীল করলে ৫০ শতাংশ জরিমানা মওকুফ করা হবে যা শেষ কিস্তিতে সমন্বয় করা এবং খেলাপি ঋণে বকেয়া সুদ ও জরিমানা ফ্রিজ করে রেখে চলতি মাসের সুদ ও সদস্যদের সামর্থ অনুসারে কিস্তি প্রদান করা যাবে।

সেবাকাল উপলক্ষে অন্যান্য সুবিধাসমূহের মধ্যে রয়েছে সেবা কাল-২০২১ চলাকালীন সময়ে যে সকল সদস্য পিবিএস (পেনশন বেনিফিট স্কীম) হিসাব চালু করবেন তাদের প্রত্যেককে একটি মগ উপহার প্রদান করা হবে, সেবা কাল-২০২১ চলাকালীন সময়ে সর্বনিম্ন ৪ বার এটিএম সেবা গ্রহণকারী সদস্যদের মধ্যে থেকে লটারীর মাধ্যমে ৫ জন সদস্যকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে এবং সেবা কাল-২০২১ চলাকালীন সময়ে যে কোন ডিপোজিটের বিপরীতে ঋণ গ্রহণ করা হলে তার সুদ প্রচলিত সুদ থেকে শূন্য দশমিক ৫ শতাংশ কম হবে।

সমিতির প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা বলেন, এ বছর সেবাকালে ঢাকা ক্রেডিটের নিয়মিত সদস্যদের উপহার দেওয়া হবে। তিনি সদস্যদের সেবাকালের সুবিধা গ্রহণের আহ্বান জানান।

দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভ লিমিটেডের চেয়ারম্যান নির্মল রোজারিও বলেন, সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো গুণগতমানের সেবা বৃদ্ধি করার জন্য সেবাকাল বা সেবা সপ্তাহ পালন করে। সেই লক্ষ্যে ২০০৮ সন থেকে ঢাকা ক্রেডিটের সেবাকাল বা সেবাপক্ষ পালন করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়