শিরোনাম
◈ ইসিতে বৈঠক শেষে ডা: তাহের: আগামীর নির্বাচন যদি ‘সাজানো’ হয়, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে ◈ ইসি’তে আপিল আবেদনের ভিড় বাড়ছে: তৃতীয়দিন ১৩১টি জমা ◈ উচ্চপর্যায়ের পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ, প্রধান উপদেষ্টাকে পাওলা পাম্পালোনি ◈ জকসু নির্বাচন: ২৬ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ৩৫১ ভোটে এগিয়ে শিবিরের রিয়াজুল ◈ ইসিতে যেসব অভিযোগ জানাল জামায়াত ◈ সংগীত বিভাগে শিবির সমর্থিত জিএস-এজিএস প্রার্থীর ঝুলিতে শূন্য ভোট ◈ নিজ দেশের নাগরিক হত্যা, তাদের গণকবর—সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না: প্রধান উপদেষ্টা ◈ গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের আগ্রহ কেন? দ্বীপটি কতটা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ◈ ব্যাংক ঋণে বাড়ি কেনা সহজ হলো, নতুন সার্কুলার জারি ◈ তারেক রহমান নয়াদিল্লির জন্য “সবচেয়ে নিরাপদ বাজি”

প্রকাশিত : ০৩ জুন, ২০২১, ১১:৫২ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২১, ১১:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রিয়াল মাদ্রিদে রোনালদোকে নেয়ার ব্যাপারে এখনি কথা বলতে চান না নতুন কোচ

স্পোর্টস ডেস্ক : [২] ক্রিশ্চিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদে থাকার সময় অনেকগুলো ইতিহাসে গড়েছেন। ওই সময়ে দুই মৌসুমের জন্য কার্লো আঞ্চেলোত্তি রিয়ালের কোচ ছিলেন। সিআর সেভেনের সঙ্গে জুটি বেধে একাধিক শিরোপা তুলেছেন। আবার নতুন করে তিন মৌসুমের জন্য স্প্যানিশ দলটির দায়িত্ব পেয়েছেন আঞ্চেলোত্তি। ইউরোপিয়ান গণমাধ্যমগুলো আগ থেকেই জানিয়ে আসছে, জুভেন্টাস ছাড়তে পারেন রোনালদো। অন্যদিকে পুরানো গুরু-শিষ্যকে আবারও এক সঙ্গে দেখা যেতে পারে এমনটাও গুঞ্জন রটেছে।

[৩] ২০১৩ সাল থেকে ২০১৫ পর্যন্ত কার্লো রিয়ালের কোচ ছিলেন। সিআর সেভেনের সঙ্গে জুটি বেধে চ্যাম্পিয়নস লিগ ও কোপা দেল রে শিরোপা তুলেছেন। উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপও আদায় করেন।

[৪] পর্তুগীজ মহাতারকা অভিজ্ঞ এই কোচের অধীনে ১০১ ম্যাচে গোল তুলেছেন ১১২টি। রয়েছে ৪৭টি অ্যাসিস্ট। যদিও আপাতত বিষয়টি এখানেই থামিয়ে দিয়েছেন ইতালিয়ান এই কোচ। বুধবার (২ জুন) নতুন চুক্তির পর সান্তিয়াগো বার্নাব্যুতে সংবাদ সম্মেলনে হাজির কার্লো। রোনালদোর প্রসঙ্গ আসলে তিনি বলেন, আমার সঙ্গে তার সঙ্গে খুবই ভালো সম্পর্ক। তাকে আমি খুব পছন্দ করি। তবে তার বিষয় নিয়ে কথা বলার এখন সময় নয়। এখনও তিনি জুভেন্টাসের সঙ্গে চুক্তিবদ্ধ।

[৫] দীর্ঘ দিন পর আবারও মাদ্রিদের ডাগ আউট সামলাবেন। আগের তুলনায় আরও আত্মবিশ্বাসী বলে দাবি করেছেন কার্লো। পাঁচ বছর পর ফিরেছি। আমার দলটি নিয়ে আমার আবেগ আগের মতোই রয়েছে। এখন ভয় নেই। আরও আত্মবিশ্বাস বেড়েছে। ২০১৫ সালে রিয়াল ছেড়ে বায়ার্ন মিউনিখ, নেপোলি ও এভারটনের দায়িত্বে ছিলেন। নিজেকেও আরও পরিক্ষিত কোচ হিসেবে উল্লেখ করেছেন তিনি। - মার্কা/ গোল ডটকম/ আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়