শিরোনাম
◈ সিলেট পৌঁছেছেন তারেক রহমান, এম এ জি উসমানী'র কবর জিয়ারত ◈ সারাদেশে যেসকল নেতাকর্মীকে বহিষ্কার করল বিএনপি ◈ নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পেশ: ২০টি গ্রেডে কার বেতন কত বাড়ছে? ◈ সেনাপ্রধানের নির্বাচন নিয়ে নতুন বার্তা ◈ ভারতে বাংলাদেশ না খেললে বিকল্প দল নেবে আইসিসি, বোর্ডসভায় সিদ্ধান্ত ◈ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের পর এবার নগদ ১ কোটি টাকা দিচ্ছে সরকার ◈ ১ লাখ সেনাসদস্য, উন্নত ইন্টারনেট ও বিদ্যুৎ নিশ্চিতে উদ্যোগ, ভোট গণনায় বিলম্বের আশঙ্কা ◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের

প্রকাশিত : ০২ জুন, ২০২১, ০৩:৩২ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২১, ০৩:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশ গড়ার কারিগর হচ্ছেন প্রকৌশলীরা: মো. আবদুস সবুর

সমীরণ রায়: [২] আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আরও বলেন, আমাদের প্রকৌশলীরাই তাদের মেধা শ্রম দিয়ে দেশের উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে থাকেন। এমন কোন সেক্টর নেই যেখানে প্রকৌশলীদের হাতের স্পর্শ নেই। প্রতিটি সেক্টরেই প্রকৌশলীরা তাদের মেধা দিয়ে কাজ করে থাকেন।

[৩] নতুন নিয়োগ প্রাপ্ত প্রকৌশলীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যারা নতুন নিয়োগ পেয়েছেন তারা দেশের উন্নয়নে কাজ করে যাবেন। আপনাদের বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল সুযোগ সুবিধা দিচ্ছেন এবং ভবিষ্যৎতে দিবেন।

[৪] মঙ্গলবার রাতে দি ইঞ্জিনিয়ার্স ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)'র অডিটোরিয়ামে এলজিইডিতে নিয়োগ প্রাপ্ত ২৩৭ নবীণ প্রকৌশলীর সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

[৫] অনুষ্ঠানে দি ইঞ্জিনিয়ার্স ফাউন্ডেশনের আহবায়ক ও আইইবি'র সম্মানী সহকারী সাধারণ সম্পাদক প্রকৌশলী শেখ তাজুল ইসলাম তুহিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন আইইবি'র কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য ও এলজিইডির প্রকল্প পরিচালক প্রকৌশলী নজরুল ইসলাম মানিক ।

[৬] এতে আরও বক্তব্য রাখেন আইইবি'র সাবেক প্রেসিডেন্ট মো. কবির আহমেদ ভূঁইয়া,ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নুরুজ্জামান ও আইইবি'র সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন (শীবলু), আইইবির ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ ও প্রকৌশলী এসএম মঞ্জুরুল হক মঞ্জু, এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আখতার হোসেন, প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. জসিম উদ্দিন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী (প্রশাসন) মো. আমিরুল ইসলাম খান, আইইবি পুরকৌশল বিভাগের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মো. জিকরুল হাসান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়