শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ০২ জুন, ২০২১, ০১:৩৪ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২১, ০১:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্মাতাদের সঙ্গে অনুদান কমিটির বৈঠক

ইমরুল শাহেদ: চিত্রনির্মাতাদের চোখ এখন অনুদানের দিকে। সকলের মধ্যে জল্পনা-কল্পনা চলছে, এ বছর কয়টি ছবি অনুদান পেতে পারে, কারা কারা অনুদান পাবে, অনুদানের এসব ছবি চলচ্চিত্রশিল্প উজ্জীবিত করবে কিনা ইত্যাদি। এর মধ্যেই গত মঙ্গলবার এফডিসিতে প্রায় চূড়ান্ত হওয়া ১৪টি ছবির আবেদনকারী প্রযোজক ও পরিচালকদের সঙ্গে বৈঠকে বসেছিল অনুদান কমিটি। সেখানে তাদের মধ্যে সংশ্লিষ্ট ছবিগুলোর গল্পাঙ্গিক, সুযোগ-সুবিধা ও অন্যান্য বিষয়াবলি নিয়ে মত বিনিময় হয়।

বৈঠক শেষে একজন নির্মাতা জানান, তারা নানা বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। এই ১৪টি ছবি থেকে বাদ যাবে তিনটি ছবি। এখান থেকে অনুদান পাবে ১১টি ছবি। তিনি উল্লেখ সাতটি ছবি নিয়ে কোনো আলোচনা হয়নি। সেগুলো অনুদান পাবে। এর মানে এ বছর ১৮টি ছবি অনুদান পেতে পারে। উল্লেখ করার বিষয় হলো গত বছর অনুদান পেয়েছে ১৬টি ছবি। তার কয়টি এ পর্যন্ত শেষ হয়েছে এবং কয়টি ছবি মুক্তি পেয়েছে সেটা কোনো সূত্র থেকে যাচাই করা যায়নি। প্রশ্ন হচ্ছে, এখনকার চলচ্চিত্রশিল্প একটা অসহায় পরিস্থিতিতে আছে। একদিকে সংকুচিত হয়ে আসছে প্রদর্শন ক্ষেত্র।

অন্যদিকে নিয়মিত প্রযোজক, যারা চলচ্চিত্র প্রযোজনা ও পরিবেশনাকে ব্যবসা হিসেবে গ্রহণ করেছিলেন, তারা এখন আর এই ব্যবসায়ের সঙ্গে নেই। এজন্য বাইরে থেকে লগ্নীকারকদের নিয়ে এসে প্রযোজক করে কিছু নির্মাতা ছবি করছেন। কিন্তু এসব লগ্নীকারীরাও প্রশ্ন তুলছেন, বিনিয়োগ তো করবেন, সেটা ফেরত পাবেন কিভাবে? এর জবাবে নানা দিকের কথা বলা হচ্ছে। সিনেমা হল ছাড়াও ওটিটি প্ল্যাটফর্ম ও ইউটিউবে ছবি মুক্তি দেওয়া যাবে। তাতে ছবির বিনিয়োগ হওয়া অর্থ লাভ উঠে আসবে। ইউটিউবতো বলতে গেলে ফিল্ম আর্কাইভেই পরিণত হচ্ছে। তবে অনুদানের কাছে চিত্রনির্মাতাদের প্রত্যাশা অনেক। তারা চান অনুদানের অর্থে নির্মিত চলচ্চিত্র দিয়েই চলচ্চিত্রশিল্প উজ্জীবিত হয়ে উঠুক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়