[১] শাহজালাল বিমানবন্দরে আমদানী নিয়ন্ত্রিত ৩৫ লাখ টাকার পণ্য আটক
সুজন কৈরী : [২] হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অভিযান চালিয়ে আমদানি নিয়ন্ত্রিত ১ লাখ ২৬ হাজার ৬০০ শলাকা বিদেশি সিগারেট, ৮ পিস আইফোন, ২০০ গ্রাম স্বর্ণালংকার ও ৯ বোতল মদ আটক করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম ও এয়ারপোর্ট এ-শিফট।
[৩] সোমবার দিবাগত রাতে রফিকুল ইসলাম এবং মেহেদি হাসান নামের দুজন দুবাই ফেরত যাত্রীর কাছ থেকে এসব পণ্য আটক করা হয়। পণ্যের আনুমানিক মূল্য ৩৫ লাখ টাকা।
[৪] ঢাকা কাস্টস হাউস জানিয়েছে, যাত্রীদের বাড়ি নারায়নগঞ্জ জেলায়। তারা এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে (ইকে ৫৮৪) দুবাই থেকে ঢাকায় আসেন। আটক পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।